Sushant Singh Rajput

তারে ভুলি কেমনে...

তবে সেলেবদেরও বিশেষ দিনে এক সময়ের কাছের মানুষের স্মৃতি মনে পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ০৩:২১
Share:

সুশান্ত সিং রাজপুত

বছর ঘুরে গেলেও অনুরাগী ও পরিচালকদের স্মৃতিতে উজ্জ্বল সুশান্ত সিংহ রাজপুত। মকর সংক্রান্তি উপলক্ষে ‘কাই পো চে’ ছবির ঘুড়ি ওড়ানোর ভিডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পরিচালক অভিষেক কপূর। টেলিভিশনের দীর্ঘ সফরের পরে অভিষেকের এই ছবি দিয়েই বলিউডে পা রেখেছিলেন সুশান্ত। পরে অভিষেকের ‘কেদারনাথ’-এ অভিনয় করেছেন তিনি। কিন্তু প্রথম ছবি থেকে ‘কেদারনাথ’-এর সফরের মাঝেই অভিষেকের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল সুশান্তের। গত বছর অভিনেতার অকালমৃত্যুর পরে সে কথা সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন অভিষেক।

Advertisement

তবে সেলেবদেরও বিশেষ দিনে এক সময়ের কাছের মানুষের স্মৃতি মনে পড়ে। অভিষেকের পোস্টে এক নেটিজেনের মন্তব্য, ‘ধন্যবাদ, ওকে মনে রাখার জন্য।’ অভিষেকের জবাব, ‘‘ওকে ভুলব কী করে?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement