Gaston Roberge

গাস্তঁ রোবের্জের জীবনাবসান

এ দেশে চলচ্চিত্র চর্চার একটি পথিকৃৎ কেন্দ্র চিত্রবাণী তাঁর হাত ধরেই গড়ে ওঠে কলকাতায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২০ ০৪:৪৬
Share:

গাস্তঁ রোবের্জ

ফিল্ম সোসাইটির চলচ্চিত্র-চর্চার একটা সংহত বিন্যস্ত চেহারা গড়ে উঠেছিল তাঁরই হাত ধরে। কিংবা শুধু সিনেমা-রসিক নন, কলকাতায় শিল্পের বিভিন্ন ক্ষেত্রের আগ্রহীদের জন্যও তিনি হয়ে উঠেছিলেন বিশ্ববীক্ষার এক খোলা জানলা। বিদগ্ধ চলচ্চিত্রবিদ, তাত্ত্বিক তথা জেসুইট ধর্মযাজক গাস্তঁ রোবের্জ বুধবার এ শহরে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শুক্রবার জোকার কাছে ধ্যান আশ্রমে তাঁর অন্ত্যেষ্টি অনুষ্ঠান সম্পন্ন হবে। জন্ম কানাডার মন্ট্রিয়লে। ১৯৬১তে কলকাতায় এসে থেকেই যান সত্যজিতের অপু ট্রিলজি-র মুগ্ধ দর্শক। এ দেশে চলচ্চিত্র চর্চার একটি পথিকৃৎ কেন্দ্র চিত্রবাণী তাঁর হাত ধরেই গড়ে ওঠে কলকাতায়। দীপক মজুমদার, উৎপলকুমার বসু, গৌতম চট্টোপাধ্যায় থেকে হিরণ মিত্র, সঞ্জয় মুখোপাধ্যায়ের মতো বিদগ্ধ জনেরা তাঁর সান্নিধ্যে এসেছিলেন। চলচ্চিত্র-বিষয়ক বেশ কয়েকটি গ্রন্থপ্রণেতা ফাদার রোবের্জ সেন্ট জ়েভিয়ার্স বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, রূপকলা কেন্দ্র বা আমদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজ়াইনের সঙ্গেও যুক্ত ছিলেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই চলচ্চিত্র পণ্ডিতের প্রয়াণে সেন্ট জ়েভিয়ার্স কলেজের অধ্যক্ষ ডোমিনিক স্যাভিয়োও শোকপ্রকাশ করেছেন।

Advertisement

আরও পড়ুন: শুধু বাঙাল নয়, বাঙালির ক্যাপ্টেন

আরও পড়ুন: জন্মশতবার্ষিকীতেও ‘ভানু একাই একশো’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement