Fawad Khan

ফওয়াদ ফিরছেন, খবর ছড়াতেই নতুন করে শুরু বিতর্ক, মহারাষ্ট্রে ছবির প্রদর্শন বন্ধের হুঁশিয়ারি

ফওয়াদের ভারতে ফিরে আসা নিয়ে অসন্তুষ্ট রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। পাক অভিনেতার ছবি এ দেশে মুক্তি পেলে কোন পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ১৪:০৯
Share:
ভারতে ফওয়াদের প্রত্যাবর্তন কি আদৌ সম্ভব?

ভারতে ফওয়াদের প্রত্যাবর্তন কি আদৌ সম্ভব? ছবি: সংগৃহীত।

প্রায় ৯ বছর পর ভারতীয় ছবিতে দেখা যাবে পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খানকে। ১ এপ্রিল অভিনেতার আসন্ন ছবি ‘আবির গুলাল’-এর প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। ফওয়াদের প্রত্যাবর্তনে খুশি তাঁর অনুরাগীরা। অন্য দিকে পাকিস্তানি অভিনেতার ফিরে আসা নিয়ে অসন্তুষ্ট রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। ফাওয়াদের ছবি এ দেশে মুক্তি পেলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন নেতা।

Advertisement

মহারাষ্ট্র নবনির্মাণ সেনার মুখপাত্র অমেয় খোপকর বলেন “নির্মাতাদের ঘোষণার ফলে আজই আমরা এই সিনেমা মুক্তির কথা জানতে পেরেছি। কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিয়েছি যে, এই ছবিটি মহারাষ্ট্রে মুক্তি পেতে দেব না। কারণ এই সিনেমায় একজন পাকিস্তানি অভিনেতা রয়েছেন। কোনও পরিস্থিতিতেই যাতে এই ছবি আমাদের রাজ্যে মুক্তি না পায়, সে দিকে কড়া নজর থাকবে। আপাতত ছবিটি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছি এবং শীঘ্রই একটি পূর্ণাঙ্গ বিবৃতি জারি করা হবে আমাদের দলের তরফে।”

শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম এই বিতর্ক প্রসঙ্গে বলেন, “গোটা দেশে পাকিস্তানের প্রতি ব্যপক ঘৃণা রয়েছে। তাই যখন সে দেশের কোনও ছবি এখানে মুক্তি পায়, ভারতীয় দর্শকেরা সেটা দেখেন না। অতি কৌতূহলের বশে কেউ কেউ সে সব ছবি দেখলেও, পাকিস্তানি শিল্পীরা কখনও ভারতে ব্যাপক সাফল্য অর্জন করতে পারেননি।”

Advertisement

২০১৬-য় উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের শিল্পীদের উপর ভারতে নিষেধাজ্ঞা জারি হয়। বন্ধ ছিল সাংস্কৃতিক আদান-প্রদান। এক সময় পাকিস্তানের নায়ক-নায়িকা থেকে সঙ্গীতশিল্পীরা ভারতে এসে কাজ করতেন। কিন্তু দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কারণে সে সব একেবারে বন্ধ হয়ে যায়। সে দেশ থেকে আগত অভিনেতাদের মধ্যে ভারতে যিনি প্রবল জনপ্রিয়তা পান তিনি ফওয়াদ খান। ভারতে মাত্র দু’টি সিনেমা করেছেন। তাতেই দর্শকের হৃদয় কেড়েছেন। এ বার ৯ বছর পর ফের প্রত্যাবর্তন হচ্ছিল তাঁর। কিন্তু সেই নিয়ে শুরু হয়েছে জলঘোলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement