Shalini Pandey

পোশাক বদলাচ্ছিলেন, পরিচালক ঢুকে পড়েন আচমকা! ভয়াবহ অভিজ্ঞতা ফাঁস করলেন অভিনেত্রী

চলচ্চিত্র জগতে নানা রকমের পুরুষের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী। কেউ কেউ অত্যন্ত ভদ্র। কিন্তু কয়েক জন পুরুষের জন্য নিজের চারদিকে গণ্ডি টানতে শিখেছেন, দাবি এমনই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ১২:৩৬
Share:
Actress Shalini Pandey revealed that once a director of South entered her vanity van abruptly

ভয়াবহ অভিজ্ঞতা জানালেন শালিনী পাণ্ডে। ছবি: সংগৃহীত।

গত কয়েক মাসে দক্ষিণের চলচ্চিত্র জগতের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন একাধিক অভিনেত্রী। এ বার এক ‘অস্বস্তিকর’ অভিজ্ঞতা শোনালেন শালিনী পাণ্ডে। দক্ষিণী ছবি ‘অর্জুন রেড্ডি’ থেকে জনপ্রিয়তা পেতে শুরু করেন অভিনেত্রী। সম্প্রতি ‘মহারাজ’ ও ‘ডাব্বা কার্টেল’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। কর্মজীবনের শুরুর দিকের অভিজ্ঞতা প্রকাশ্যে এনেছেন শালিনী।

Advertisement

চলচ্চিত্র জগতে নানা রকমের পুরুষের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী। কেউ কেউ অত্যন্ত ভদ্র। আবার ভদ্রতার ধার ধারেন না। কিছু পুরুষের জন্যই নিজের চারদিকে গণ্ডি নাকি টানতে শিখেছেন শালিনী। দক্ষিণী চলচ্চিত্র জগতে এমনই একজন পরিচালকের কথা জানান অভিনেত্রী। জানিয়েছেন, এক বার প্রসাধনী ভ্যানে তৈরি হচ্ছিলেন। তিনি যখন পোশাক বদলাচ্ছেন, ঠিক তখনই ছবির পরিচালক ঢুকে পড়েছিলেন ভ্যানে। প্রবেশ করার আগে ভ্যানের দরজায় কড়া পর্যন্ত নাড়েননি!

এমন ঘটনায় চমকে গিয়েছিলেন শালিনী। অভিনেত্রী সাক্ষাৎাকারে বলেছেন, “তিনি ভ্যানে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে, আমি চিৎকার করতে শুরু করি। আমি থতমত খেয়ে গিয়েছিলাম। তখন আমার বয়স মাত্র ২২।” পরিচালক বেরিয়ে যাওয়ার পরে কলাকুশলীরা বলেছিলেন, শালিনীর ওই ভাবে চিৎকার করা ঠিক হয়নি। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেত্রী।

Advertisement

শালিনী স্পষ্ট জানিয়েছিলেন, কারও ঘরে ঢোকার আগে কড়া নাড়া নূন্যতম সভ্যতার মধ্যে পড়ে। অভিনেত্রীর কথায়, “আমি চিৎকার করছিলাম বলে অনেকেরই মনে হয়েছিল আমি খুব রাগী মানুষ। কিন্তু আমি নিজেকে রক্ষা করার জন্য প্রতিক্রিয়া দিয়ে ফেলেছিলাম মাত্র।” এই ঘটনার পর থেকে নিজের চারপাশে আরও সচেতন ভাবে গণ্ডি টানতে শিখেছেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement