Fatima Sana Shaikh

আমিরের সঙ্গে ‘দঙ্গল’-এ কাজ করার সময় ধরা পড়েছিল মৃগীরোগ, কোন ভয়ে ওষুধ খেতেন না ফাতিমা?

‘দঙ্গল’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় ফাতিমার। এখন সেই অভিনেত্রী বলিপাড়ার অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৮:৪০
Share:

‘দঙ্গল’ ছবির একটি দৃশ্যে আমির খানের সঙ্গে ফতিমা সানা শেখ। —ফাইল ছবি।

‘এপিলেপ্সি’-তে আক্রান্ত অভিনেত্রী ফাতিমা সানা শেখ। বাংলায় যাকে বলা হয় ‘মৃগী’। বেশ অনেক দিন ধরেই এই রোগে ভুগছেন তিনি। ‘দঙ্গল’ ছবিতে অভিনয় করার সময় প্রথম ধরা পড়ে তিনি ‘মৃগী’তে আক্রান্ত। প্রতি সপ্তাহে দু’-এক দিন করে অভিনেত্রীর মধ্যে এই রোগের উপসর্গ দেখা দেয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। কিন্তু একটা সময় ছিল যখন নিজের এই অসুখের কথা মেনে নিতেই পারছিলেন না অভিনেত্রী।

Advertisement

শিশুশিল্পী হিসাবে কাজ করেছেন ফাতিমা। তার পর ‘দঙ্গল’ ছবির মাধ্যমে বলিউডে তাঁর অভিষেক হয়। একাধিক ছবি ও কয়েকটি সিরিজ়েও কাজ করেছেন ফাতিমা। তবে সবচেয়ে বেশি চর্চা হয় তাঁর ও আমির খানের সম্পর্ক নিয়ে। কিরণ ও আমিরের বিবাহবিচ্ছেদের কারণ হিসাবে অনেকেই আঙুল তোলেন ফাতিমার দিকে। শোনা যায় ‘দঙ্গল’ ছবির সেটেই নাকি একে অপরের কাছে আসেন তাঁরা। ছবির শুটিং চলাকালীন এমন ঘটনা ঘটে যে অভিনেত্রী মেনে নিতে পারেননি তাঁর কোনও স্নায়বিক রোগ থাকতে পারে। প্রথম প্রথম এতটাই ভয় পেয়ে যান যে ওষুধ পর্যন্ত খেতেন না। ভাবতেন যদি হিতে বিপরীত হয়। তবে সময় গড়াতে নিজের এই অসুখের সঙ্গে অনেক বেশি সহজ হয়েছেন।

অনেকে মনে করেন, জুতোর গন্ধ শুঁকিয়ে হয়তো আক্রান্ত রোগীর সংজ্ঞা ফেরানো সম্ভব। এক অনুরাগীর এই প্রশ্নে ফাতিমা বলেন, ‘‘এটা একেবারেই প্রচলিত ধারণা। তবে আমার উপর এক বার পরিবারের লোকেরা এই টোটকা প্রয়োগ করেছিলেন। বিশ্বাস করুন, কখনও কারও সঙ্গে এমন করবেন না।” যদিও নিজের এই অসুস্থতার পর থেকে যে কোনও সিনেমার অনুষ্ঠান বা পার্টিতে যাওয়া বন্ধ করে দিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘‘এটা সপ্তাহে অন্তত দু’বার হয়। তখন চোখের সামনে আলো হয়ে যায়। মস্তিষ্কে একটা অদ্ভুত পরিবর্তন আসে যা শরীরের উপর প্রভাব ফেলে। তাই কোথাও যেতে ভয় লাগে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement