farhan akhtar

Farhan Akhtar: মার্চে নয়, ফেব্রুয়ারিতেই বিয়ে করছেন ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকর

প্রথম স্ত্রী অধুনার সঙ্গে বিচ্ছেদের পর শিবানীর সঙ্গে প্রেম করেন ফারহান। ২০১৮ সালে নিজেদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন তাঁরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২২ ১৬:৩২
Share:

ফারহান-শিবানী

দ্বিতীয় বিয়ে করছেন ফারহান আখতার। তিন বছরের প্রেমিকা শিবানী ডান্ডেকরের সঙ্গে আইনি সম্পর্কে বাঁধা পড়বেন আগামী ২১ ফেব্রুয়ারি। প্রথমে ঠিক ছিল, মার্চ মাসে বিয়ে করবেন তাঁরা। সর্বভারতীয় সংবাদমা‌ধ্যমের খবর অনুযায়ী, সেই তারিখ এগিয়ে এসেছে আগের মাসে।

শোনা যাচ্ছে, মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে হবে রাজকীয় অনুষ্ঠান। নিমন্ত্রিতদের তালিকায় শুধুমাত্র আত্মীয়-পরিজন এবং ঘনিষ্ঠ বন্ধুরা। কোভিডের জন্য খুব বড় করে অনুষ্ঠান করতে রাজি নন শিবানী-ফারহান। সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি পোশাকে সাজবেন বর-কনে।

Advertisement

প্রথম স্ত্রী অধুনার সঙ্গে বিচ্ছেদের পর আমেরিকান-ভারতীয় মডেল-সঞ্চালিকা শিবানীর সঙ্গে প্রেম করেন ফারহান। ২০১৮ সালে নিজেদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন তাঁরা। বেশ কিছু বছর সহবাস করার পরে এ বার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফারহান-শিবানী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement