শেষমেশ ছবি করতে রাজি হননি ফারহান।
‘রং দে বাসন্তী’ ছবিতে অভিনয়ের জন্য ফারহান আখতারকে প্রস্তাব দিয়েছিলেন পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা। ছবির অন্যতম প্রধান চরিত্র কর্ণ সিঙ্ঘানিয়ার চরিত্রে প্রথম ফারহানকেই ভেবেছিলেন তিনি।
বলিউডে তখন কিছুটা নতুন ফারহান। ২০০১ সালে ‘দিল চাহতা হ্যায়’ ছবির মাধ্যমে পা রেখেছিলেন পরিচালনায়। প্রথম ছবিতেই সাফল্য। এর পরে হঠাৎ অভিনয়ের প্রস্তাব পেয়ে কিছুটা অবাক হয়েছিলেন তিনি। কিন্তু সেই সময় ‘লক্ষ্য’ ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন পরিচালক-অভিনেতা। অতীতে এক সাক্ষাৎকারে রাকেশ ওমপ্রকাশ মেহরা বলেছিলেন, “প্রস্তাবটা পেয়ে ফারহান খুবই খুশি হয়েছিল। যখন আমি ওকে আমার ছবিতে অভিনয় করার কথা বলেছিলাম, ও বিশ্বাস করতে পারেনি।”
তবে শেষমেশ সেই সময় ছবিতে কাজ করতে রাজি হননি ফারহান। পরিচালনায় মন দিতে চেয়েছিলেন তিনি। ছবিতে কর্ণ সিঙ্ঘানিয়ার ভূমিকায় অভিনয় করেছিলেন দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ।
২০০৮ সালে ‘রক অন’ ছবির মাধ্যমে বলিউডে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন ফারহান। ২০১৩ সালে রাকেশ ওমপ্রকাশ মেহরার পরিচালনায় মিলখা সিংহের জীবনীচিত্র ‘ভাগ মিলখা ভাগ’-এ নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।