Adnan Swami

Adnan Swami: মলদ্বীপের নীল সৈকতে বলিউডের ‘নতুন নায়ক’? চিনতে পেরে অবাক অনুরাগীরা

১৫৫ কেজি ওজন ঝরিয়ে ভক্তদের অবাক করে দিয়েছেন আদনান। প্রিয় গায়কের নতুন চেহারার প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুন ২০২২ ২১:৫৮
Share:

বলুন তো ইনি কে? ছবি দেখে ধাঁধায় পড়বেন যে কেউ। ভাবতে বসে মাথার চুলও ছিঁড়তে পারেন। যাঁরা একটু ওয়াকিবহাল, তাঁরা উত্তরে বলবেন বলিউডের নতুন নায়ক। মলদ্বীপে পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছেন আদনান সামি। ছবি দেখে বোঝার উপায় নেই ইনিই ২৩০ কিলোর সেই আদনান। মলদ্বীপের নীল সৈকতে তাঁকে দেখে অনুরাগীরাও হতবাক! আদনানের এই শারীরিক পরিবর্তনে বেজায় খুশি তাঁর ভক্তরা। কেউ তাঁকে ‘অনুপ্রেরণা’ বলেছেন, আবার কেউ আবার প্রশংসা করেছেন তাঁর আকর্ষণীয় চিবুকের। ওজন ছিল ২৩০ কিলো। তাতে কী? গানের জাদুতে মাত করেছিলেন বলিউড। ‘কভি তো নজর মিলায়োঁ’ শোনার পর চেহারার দিকে না তাকিয়ে আদনানের গানের প্রেমে হাবুডুবু খেয়েছেন মহিলারা। শোনা যায়, বলিউড নায়িকা অমিশা পটেলের সঙ্গে তাঁর প্রেম ছিল গভীর। সেই সময়ে প্রেম এলেও টিকছিল না কোনওটিই। দেখা দিয়েছিল শারীরিক অসুস্থতা। সুস্থ শরীরে বেঁচে থাকতে হলে ওজন কমাতেই হবে। চিকিৎসকের পরামর্শে শুরু হল খাদ্য নিয়ন্ত্রণ। খাদ্যতালিকা থেকে বাদ গিয়েছিল ভাত, রুটির মতো কার্বোহাইড্রেট জাতীয় খাবার।

Advertisement

এক ধাক্কায় ১৫৫ কেজি কমিয়ে তিনি যে বলিউডের নায়কদের ঘাড়ে নিশ্বাস ফেলবেন, এ কথা বোধ হয় নিজেও জানতেন না আদনান। এই ওজন কমানোর রহস্য কী? জানতে চেয়েছেন অনেকেই। আদনানের উত্তর, ‘পুরো ব্যাপারটাই মানসিক।’ নতুন চেহারার আদনানের প্রেমে পড়েছেন ভক্তরা। গুনগুন করছেন তাঁর গান। ‘ইয়ে জমিন রুক যাঁয়ে, আসমা রুক যাঁয়ে, তেরা চেহরা জব নজর আয়েঁ’।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement