Tollywood Film

টাকা জীবনের ‘আশীর্বাদ’ না কি ‘অভিশাপ’? অন্বেষণে জয় এবং সায়নী

‘সিটি অব জ্যাকল্‌স’ ছবি মুক্তির অপেক্ষায়। ছবির ট্রেলারের এক্সক্লুসিভ ঝলক আনন্দবাজার অনলাইনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২২ ১৬:৪৮
Share:

‘সিটি অব জ্যাকল্‌স’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সায়নী ঘোষ, জয় সেনগুপ্ত।

বাঁচতে গেলে টাকার যেমন প্রয়োজন, তেমনই টাকা কিন্তু মানুষকে বদলে দিতেও পারে। মাঝবয়সি মানুষটার হাতে হঠাৎই চলে আসে এক ব্যাগ টাকা। পরিমাণ— দু’কোটি! এত দিন ধরে বুকের মধ্য লালিত স্বপ্নগুলি কি তা হলে এক লহমায় পূরণ হতে চলেছে? না কি এই বিশাল অঙ্কের টাকা মানুষটার জীবনে সমস্যা ডেকে আনবে? এই প্রেক্ষাপটেই নিজের প্রথম বাংলা ছবির শুটিং শেষ করেছেন পরিচালক সুজিত দত্ত (রিনো)। ছবির নাম ‘সিটি অব জ্যাকল্‌স’।

Advertisement

ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, সায়নী ঘোষ। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখকে। ২০২০ সালে প্রথম লকডাউনের আগে ছবির শুটিং শেষ হয়। তার পর ছবি মুক্তির জন্য এতটা সময় লাগল কেন? সুজিত বলছিলেন, ‘‘প্রথম ছবি। একটা আলাদা লড়াই ছিলই। তার পর লকডাউন। তাই সব মিলিয়ে এতটা সময় লাগল।’’ একটা সময়ে ধারাবাহিক ও বিজ্ঞাপনের জগতে চুটিয়ে কাজ করেছেন সুজিত। ছবি তৈরির স্বার্থেই এক সময় নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। তাঁর যুক্তি, ‘‘ছবি তৈরির জন্যই এই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলাম। সাত-আট বছর আগে একটা ছবির কাজ শুরু করে বুঝতে পারি সিনেমার জন্য আরও প্রস্তুতি প্রয়োজন। নিজের সবটা নিংড়ে না দিতে পারলে ছবি তৈরি করতে পারব না। তাই বিরতি নিয়ে এই ছবির কাজ শুরু করি।’’

Advertisement

ছবির ঝলক দর্শক আগেই দেখেছেন। এ বারে ট্রেলার প্রকাশের পালা। কেমন হয়েছে সেই ট্রেলার? দেখতে চোখ রাখুন আনন্দবাজার অনলাইনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement