Entertainment News

‘যৌনতা আর ন্যুডিটির চেয়ে মানুষ এখন গল্প খোঁজে’

হাতে খান পাঁচেক ছবি। ফেব্রুয়ারিতে 'রং নাম্বার' রিলিজ। হইচই সিরিজে দেবালয় ভট্টাচার্যের 'বউ কেন সাইকো'। ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে ছবিতে কাজ। ব্যস্ত সায়নী খোলামেলা আড্ডা দিলেন স্রবন্তী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।হাতে খান পাঁচেক ছবি। ফেব্রুয়ারিতে 'রং নাম্বার' রিলিজ। হইচই সিরিজে দেবালয় ভট্টাচার্যের 'বউ কেন সাইকো'। ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে ছবিতে কাজ। ব্যস্ত সায়নী খোলামেলা আড্ডা দিলেন স্রবন্তী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

Advertisement
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৯ ১৩:৪৭
Share:

এই মুহূর্তে হাতে খান পাঁচেক ছবির কাজ সায়নী ঘোষের। ছবি: ইনস্টাগ্রাম।

আপনি ওয়েব সিরিজে জনপ্রিয় মুখ। 'তিন কাপ চা' বা 'চরিত্রহীন'-এ আপনার কাজ মানুষের ভাল লেগেছে। কী মনে হয় সেন্সর নেই বলেই ওয়েব সিরিজের জনপ্রিয়তা বাড়ছে?

Advertisement

ওয়েব সিরিজে হাত খুলে কাজ করা যায়। এটা যেমন ঠিক তেমনি আমি একটা কথা বলতে চাই। ন্যুডিটি আর যৌনতা দেখালেই দর্শক সেটার দিকেই ছুটবে বিষয়টা এমন নয়। কোনও গল্প নেই, ন্যুডিটি দেখালেই হবে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে দরকার হলে ছুরি কাঁচি চালানো হোক একটু। হইচই সিরিজে খুব ইন্টারেস্টিং কাজ হচ্ছে। সেখানে গল্পের টানে মানুষ আসছে। এমন অনেক ছবি আছে যা কোটি টাকার ব্যবসা করেছে সেখানে বিন্দুমাত্র ন্যুডিটি নেই।

আমরা ন্যুডিটি আর যৌনতা নিয়ে এখনও শিশু?
গোটা ভারতবর্ষে যৌনতা নিয়ে অশিক্ষা রয়েছে। ন্যুডিটি দেখে টিআরপি বাড়ছে এটা দুঃখজনক। মানুষ নিজেকে এন্টারটেন করার জন্য এমন মাধ্যম বেছে নিচ্ছে যেটা সামাজিক ভাবে গ্রহণযোগ্য নয়। যৌনতা খুব স্বাভাবিক বিষয়। আমাদের যেমন খিদে পায়, ঘুম পায় তেমনি। এই বোধটা ছড়িয়ে দেওয়ার জন্য স্কুলে সেক্স এডুকেশন দরকার।


কাঞ্চন মল্লিকের সঙ্গে সায়নী ঘোষ।

Advertisement

আপনার কাজের প্রসঙ্গে আসি। ২০১৯ জায়গাটা কেমন?
রহস্য রোমাঞ্চ সিরিজ আসছে। ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে 'অতিথি' করেছি। 'দ্বিখন্ডিত' আসছে। সৌমিত্র চট্টোপাধ্যায়। শাশ্বত চট্টোপাধ্যায়, অঞ্জনা বসুর সঙ্গে। সায়ন বসুর একটা ছবি নিয়ে আমি খুব এক্সাইটেড। জয় সেনগুপ্তর বিপরীতে কাজ করব।এই অভিজ্ঞতার জন্য মুখিয়ে আছি।অভিরূপ ঘোষের ছবি আছে।

আরও পড়ুন: ‘সৃজিতের জন্য নুন খেয়ে মুখ ফুলিয়েছি’

ইচ্ছে করে না বড় প্রযোজনা, বড় পলিচালকের সঙ্গে কাজ করতে?
অবশ্যই করে। আমি আশাবাদী যে নিশ্চয়ই সে অর্থে বড় পরিচালকের ছবিতে আমি কাজ করব। দরকার হলে তাঁরা নিশ্চয়ই ডেকে নেবেন। তাঁদের সঙ্গে আলাদা করে তো যোগাযোগ নেই। আমি নতুন পরিচালকদের সঙ্গে কাজ করছি। তাঁরা খুব যত্ন করে কাজ করে।

‘চরিত্রহীন’ ওয়েবসিরিজে ঠিক এমনই ছিল সায়নীর লুক।

আপনি পি আর এ দুর্বল?
আমার পি আর ম্যানেজার ভাস্কর রায় বলে আমায় পার্টিতে যেতে। যোগাযোগ বাড়াতে। আমি পারি না। কাজের জন্য সম্পর্ক তৈরি করতে পারব না।

ইন্ডাস্ট্রিতে একটা ধারণা আছে সায়নী আউটগোয়িং?
নাহ আউটগোয়িং নয়। স্ট্রেট ফরওয়ার্ড। মনে যা মুখে তাই। আমি খুব নিউট্রাল। ভুল বললে সেটা স্বীকার করতে পারি। বয়সের সঙ্গে ধৈর্যশীল হয়েছি। মানুষকে বুঝতে শিখেছি।

আরও পড়ুন: বিচ্ছেদ হয়ে গেল কৃষ্ণা ভিরাজ আর টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর

ধারাবাহিকে ফেরার কথা ভাবছেন?
ইন্টারেস্টিং চরিত্র হলে নিশ্চই করব। হ্যাঁ সময়টা কেমন হবে সেটা দেখতে হবে।

ইন্ডাস্ট্রিতে 'মিটু' বা 'কাস্টিং কাউচ' এর ঝামেলায় পড়েছেন?আমাকে অ্যপ্রোচ করার পরিবেশ তৈরি হতে দিই নি। খুব সচেতন ভাবেই এটা করেছি। আমার ভাবতে খারাপ লাগে আজও সমাজে কাজের বাইরে অন্য কাজ নিয়ে এত কথা হয়। তবে যারা এই 'মিটু'-র লড়াই লড়ছেন তাদের সাহসকে কুর্ণিশ। ছেলে মেয়ে নির্বিশেষে সকলকে বলতে চাই আমরা সবাই নিজেদের কাছে খুব মূল্যবান। কেউ সাহস হারিয়ো না।

(সেলেব্রিটি ইন্টারভিউ, সেলেব্রিটিদের লাভস্টোরি, তারকাদের বিয়ে, তারকাদের জন্মদিন থেকে স্টার কিডসদের খবর - সমস্তসেলেব্রিটি গসিপপড়তে চোখ রাখুন আমাদেরবিনোদনবিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement