Esha Gupta

Esha Gupta: নাক বোঁচা, মানেই প্লাস্টিক সার্জারির চাপ আসবে? অভিনয় জগৎ ভয় ধরায় এষাকে

নাক বোঁচা। প্লাস্টিক সার্জারি করতে বলা হয় এষাকে। মেয়ের বলিউডে আসায় তাই একেবারেই মত নেই অভিনেত্রীর।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১১ জুন ২০২২ ২৩:২৭
Share:

মেয়ে বলিউডে আসুক চান না এষা। ফাইল চিত্র।

বলিউডে পা রাখার পর প্রায়ই সমস্যায় পড়েন অভিনেত্রীরা। চেহারা বদলে সুন্দর হয়ে ওঠার হাজারো পরামর্শ আসে। যেমনটা শুনতে হয়েছিল এষা গুপ্তকে।

Advertisement

নাক বোঁচা, টিকলো করতে হবে। তাই অস্ত্রোপচারের পরামর্শ পেয়েছিলেন 'জন্নত-২' অভিনেত্রী। গায়ের রং এত চাপা যখন, ফর্সা হওয়ার চেষ্টা করতেও বলা হয়েছিল তাঁকে।

শুরুতে সে সব নিয়ে চিন্তায় পড়েছিলেন এষা। খোঁজ-খবর করে দেখেছিলেন ত্বকের রং বদলানোর জন্য ইঞ্জেকশন আছে ঠিকই, কিন্তু এক-একটির দাম ৯০০০ টাকা। সব বুঝে শুনে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। ফাঁদে পা দেননি। কারণ, তাঁর মনে হয়েছিল এই প্রবণতা সমর্থনযোগ্য নয়। এর কোনও শেষ নেই।

Advertisement

এক সাক্ষাৎকারে এষা জানান, পর্দায় এলেই অভিনেত্রীর দেহে কোথায় কোন 'খুঁত', তাই নিয়ে বিপুল চর্চা শুরু হয়ে যায়। পরিচালক, এমনকি প্রযোজক মহল থেকেও চাপ আসে প্লাস্টিক সার্জারি করানোর। যে কোনও ভাবে আদর্শ সুন্দরী হয়ে উঠতে প্রলুব্ধ করা হয় অভিনেত্রীদের।

এষা বলেন, "আমি কখনই চাই না আমার মেয়ে অভিনেত্রী হোক। না হলে অল্প বয়স থেকে ওকেও সুন্দর হওয়ার দৌড়ে নামতে হবে। সাধারণ, বাস্তব জীবন ওর কাছে অধরাই থেকে যাবে। তার চেয়ে আমি চাইব ও ক্রীড়াবিদ হয়ে উঠুক। বেশি পড়াশোনাও করতে হবে না।"

'রাজ ৩'-র অভিনেত্রী এষা বর্তমানে ওটিটি মঞ্চে আসতে চাইছেন। খুব শিগগিরই তাঁকে দেখা যাবে ওয়েব সিরিজে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement