Esha Deol

বলিউডে ফিরতে চলেছেন ধর্মেন্দ্র এবং হেমার কন্যা এষা

এষা জানিয়েছেন, বহুদিন বলিউড থেকে দূরে থাকার পরেও ভাল কাজের প্রস্তাব পেয়েছেন।  সেই জন্যই ফের ক্যামেরার সামনে দাঁড়াতে রাজি হয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২১ ২০:৫৭
Share:

এষা দেওল।

রূপোলি পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী এষা দেওল। দুই মেয়ে রাধ্যা এবং মিরায়াকে বড়ো করার জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। তবে এ বার ফের ক্যামেরার সামনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। শোনা যাচ্ছে, বেশ কয়েকটি চিত্রনাট্যও পড়ে ফেলেছেন অভিনেত্রী।

Advertisement

এষা জানিয়েছেন, বহুদিন বলিউড থেকে দূরে থাকার পরেও ভাল কাজের প্রস্তাব পেয়েছেন। সেই জন্যই ফের ক্যামেরার সামনে দাঁড়াতে রাজি হয়েছেন তিনি। সমস্ত মেদ ঝরিয়ে আগের মতো ‘টোনড’ চেহারাও ফিরে পেয়েছেন। ইতিমধ্যেই একটি প্রোজেক্টের কাজ শেষ করে ফেলেছেন তিনি। দ্বিতীয় কাজটি শুরু হতে চলেছে চলতি বছরের মাঝামাঝি সময়। আপাতত তার জন্যই প্রস্তুতি নিচ্ছেন এষা।

২০০২ সালে ‘কোই মেরে দিল সে পুছে’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন এষা। আফতাব শিবদাসানির বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। যশরাজ ফিল্মসের ‘ধূম’ খ্যাতি এনে দিয়েছিল অভিনেত্রীকে। শেষ তাঁকে দেখা গিয়েছিল রাম কমল মুখোপাধ্যায়ের ‘কেকওয়াক’ ছবিতে।

Advertisement

২০১২ সালে দীর্ঘদিনের প্রেমিক ভরত তখতনির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এষা। এরপর সন্তান এবং সংসার নিয়ে কিছুটা ব্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী। লকডাউনকে কাজের লাগিয়ে একটি বইও লিখেছেন তিনি। নাম ‘আম্মা মিয়া’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement