Sara Ali Khan

সুশান্ত মৃত্যু তদন্তে মাদক কাণ্ডে এ বার নাম জড়াল সারা আলি খানের  

মাদক কাণ্ডে জড়িত থাকার অভিযোগে রিয়া যে ২৫ জন বলি সেলেবের নাম উল্লেখ করেন সেখানে নাকি সারাও রয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২০ ১১:৫৩
Share:

সারা আলি খানের নাম জড়াল মাদক কাণ্ডে। ফাইল ছবি।

বিপাকে সইফ-কন্যা। সুশান্ত মৃত্যু তদন্তে মাদক কাণ্ডে এ বার নাম জড়াল সারা আলি খানের। শুক্রবার এনসিবি-র জিজ্ঞাসাবাদের সময় মাদক কাণ্ডে জড়িত থাকার অভিযোগে রিয়া যে ২৫ জন বলি সেলেবের নাম উল্লেখ করেন, টাইমস নাও সংবাদমাধ্যমের দাবি সারা তাঁদের মধ্যে একজন।

রিয়া দাবি করেন, বলিউডের ৮০ শতাংশই মাদকাসক্ত। অনেক বড় বড় নাম নাকি এই নেশার জালে স্বেচ্ছাবন্দি। যে ২৫ জন তারকার নাম তিনি উল্লেখ করেছেন, খুব শীঘ্রই তাঁদের শমন পাঠাবে এনসিবি। রিয়ার গ্রেফতার কি তবে এ বার ঘুম ওড়াল বলিউডের?

এনসিবির জেরায় রিয়া জানিয়েছেন, ২০১৬ সালে ‘কেদারনাথ’ ছবির শুটিং- এর সময় থেকেই মাদকাসক্ত হয়ে পড়েন সুশান্ত। অভিনেত্রীর দাবি, তিনি, সুশান্ত এবং সারা একসঙ্গে আড্ডা দেওয়ার সময় মাদক নিতেন। এই তালিকায় উঠে আসা তারকাদের এনসিবি এ, বি এবং সি ক্যাটেগরিতে ভাগ করে তদন্ত চালাবে বলে জানা যাচ্ছে। অভিনেতা ছাড়াও অনেক প্রযোজক, পরিচালক, কাস্টিং ডিরেক্টরদের নাম উল্লেখ করেন রিয়া।

Advertisement

আরও পড়ুন: কললিস্টে ২৩ বার ফোনের ইঙ্গিত, সুশান্ত ছাড়া আরও এক বলি নায়কের সঙ্গে সম্পর্ক ছিল রিয়ার?

সুশান্তের টিমের প্রাক্তন সদস্য স্যামুয়েল হাওকিপ মুখ খুলছিলেন সারা এবং সুশান্তের সম্পর্ক নিয়ে। তারপর এই জুটিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন অভিনেতার ফার্ম হাউজের রক্ষী। তিনি জানান, সুশান্তের সঙ্গে প্রায়ই সারা তাঁর ফার্ম হাউজে আসতেন সময় কাটাতে। সুশান্ত নাকি তাঁকে প্রপোজ করার কথা ভেবেছিলেন গত ফেব্রুয়ারিতেই।

‘কেদারনাথ’ কো-স্টারের সঙ্গে ব্যাঙ্কক ট্রিপেও যান সুশান্ত। অনেক জায়গাতেই একসঙ্গে দেখা যেত এই তরুণ জুটিকে। বলিউডে গুঞ্জন, ‘মাফিয়া গ্যাং’-এর চাপেই নাকি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হয় সারাকে।

আরও পড়ুন: খান-বচ্চন-কপূররা চুপ, তবুও রিয়ার সমর্থন বাড়ছে বলিউডে

সুশান্তের সঙ্গে সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি সারা। অভিনেতার মৃত্যুর পর শুধু একটি ইনস্টগ্রাম পোস্ট করেছিলেন তিনি। অঙ্কিতা বা কৃতির মতো নিজের আবেগ তুলে ধরেননি সোশ্যাল মিডিয়ায়। সারা কি ভেবেছিলেন সহ-অভিনেতার মৃত্যু তদন্তে তাঁর নাম জড়িয়ে যাবে? এ বিষয়ে এখনও চুপ সারা এবং পটৌডি পরিবার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement