অজয় দেবগনের ‘দৃশ্যম ২’ যখন বক্স অফিসে দৌড়চ্ছে, তৃতীয় আর এক ‘দৃশ্যম’ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর। ফাইল চিত্র
সাফল্যের দিকে তাকিয়ে পরবর্তী চমক দিতে চলেছেন নির্মাতারা। অজয় দেবগনের ‘দৃশ্যম ২’ যখন বক্স অফিসে দৌড়চ্ছে, তৃতীয় আর এক ‘দৃশ্যম’ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর। চলতি বছরের বাণিজ্যসফল ছবি কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ২’-এর প্রথম সপ্তাহের আয়কেও ছাপিয়ে গিয়েছে ‘দৃশ্যম ২’-এর আয়। এর পরই কানাঘুষো শোনা যাচ্ছে, ‘দৃশ্যম ৩’ আসছে।
খবর মিলেছে প্রযোজক কুমার মঙ্গতের দফতর থেকেই। আরও চমকপ্রদ তথ্য হল, ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবি একই দিনে মালয়ালম এবং হিন্দি— দুই ভাষাতেই মুক্তি পাবে। আরও কত যে রোমাঞ্চ অপেক্ষা করে রয়েছে, তা এখনও খোলসা করেননি নির্মাতারা। বিষয়টি ক্রমশ প্রকাশ্য।
২০১৩ সালে জীতু জোসেফ তৈরি করেছিলেন মালয়ালম ছবি ‘দৃশ্যম’। ২০১৫ সালে সেই ছবিরই হিন্দি রূপান্তর তৈরি করেছিলেন পরিচালক নিশিকান্ত কামাত। সেই সময়ে ওই রকম একটা টানটান থ্রিলার দেখে নড়েচড়ে বসেছিলেন গোটা দেশের দর্শক। সেই ছবির সিক্যুয়েল মালয়ালমে ইতিমধ্যেই গত বছর বানিয়ে ফেলেছেন জীতু জোসেফ। মোহনলাল অভিনীত ‘দৃশ্যম ২’ ছবিটি অনেকেই ঘরে বসে ওটিটি-তে দেখে ফেলেছেন। এ বার হিন্দিতে সেই সিক্যুয়েল পেয়ে দর্শকের উন্মাদনা তুঙ্গে। কুমার মঙ্গতের পুত্র অভিষেক পাঠক ‘দৃশ্যম ২’-এর পরিচালনার দায়িত্বে ছিলেন। পরের ছবিটিও তিনিই পরিচালনা করবেন বলেই জানা যাচ্ছে।
ইতিমধ্যে বড় রেকর্ড ‘দৃশ্যম ২’-এর। শুরুর সপ্তাহেই ৬৪ কোটি টাকা ঝুলিতে ভরেছে এই ছবি। যেখানে একই সময়ে ‘ভুল ভুলাইয়া ২’-এর সংগ্রহে ছিল ৫৫.৯৬ কোটি। রিমেক হওয়া সত্ত্বেও কোনও বলিউড ছবি নিয়ে এত হইচই অনেক দিন পর। আইনের ফাঁক গলে পুলিশের প্রতিটি চালে পাল্টা চাল দেয় বিজয় সালগাঁওকর। সেই বিজয়ের ভূমিকায় অজয়ের অভিনয়ই ‘দৃশ্যম ২’-এর মূল আকর্ষণ।
টিকিটের এত চাহিদা যে, কুলিয়ে উঠতে পারছে না প্রেক্ষাগৃহগুলি। মাল্টিপ্লেক্সগুলি মাঝরাতেও শো রাখতে বাধ্য হচ্ছে। এ ভাবে যদি চলে তা হলে বড়সড় লাভ রাখতে পারে এই ছবি, এমনই অনুমান চলচ্চিত্র বাণিজ্যের বিশ্লেষকদের। ‘ব্রহ্মাস্ত্র’-র পর আবার কি বিপুল বাজার হতে চলেছে ‘দৃশ্যম ২’-এর, যা বলিউডের লক্ষ্মী ফেরাতে সমর্থ হবে?