‘কবীর’-এ পোস্টারে দেব-রুক্মিণী।
মুম্বই বিস্ফোরণ। আর তার সঙ্গে ঘনিষ্ঠ যোগ রয়েছে ‘কবীর’-এর। ঠিকই পড়ছেন অনিকেত চট্টোপাধ্যায়ের পরিচালনায় দেবের আগামী ছবি ‘কবীর’।
এ ছবির কাহিনি সন্ত্রাসবাদের উপর। মুম্বই বিস্ফোরণকে মাথায় রেখেই অনিকেত ছবির গল্প লিখেছেন। মুম্বইয়ের জাভেরি বাজার-সহ বিভিন্ন জায়গায় কী ভাবে বিস্ফোরণ হয়েছিল, সেই ঘটনা নিয়েই গল্প সাজানো হয়েছে।
কিন্তু মুম্বই বিস্ফোরণ বলতে প্রথমে ঠিক কী মনে হয়? ঠিক এই প্রশ্ন নিয়েই আমরা হাজির হয়েছিলাম টিম ‘কবীর’-এর কাছে। ১৯৯৩-এ মুম্বই বিস্ফোরণের সময় দেব মুম্বইতেই ছিলেন। পরিচালক অনিকেত তখন সাংবাদিক। ফলে সাংবাদিকের চোখ দিয়েই তিনি গোটা ঘটনাটি দেখেছিলেন। আর মুম্বই বিস্ফোরণ বললেই রুক্মিণীর মনে পড়ে কসাবের কথা।
আরও পড়ুন, প্রথমে ভেবেছিলাম ‘কবীর’ করব না: দেব
দেব আগেই বলেছিলেন, ‘‘অনিকেতদার গল্প শুনে দারুণ লেগেছিল। এতটাই জীবন্ত বিষয় যে, সবাই বুঝতে পারবে।’’ কিন্তু মুম্বই বিস্ফোরণের সঙ্গে ‘কবীর’-এর গল্পের কোথায় মিল? কেন তৈরি হল ‘কবীর’? দেব নিজেই শেয়ার করলেন সে সব কথা। দেখুন ভিডিও।