Divyanka Tripathi

Divyanka Tripathi: অন্যের পংক্তি টুকে লতাকে শ্রদ্ধা জানিয়েছেন দিব্যাঙ্কা! দাবি তুললেন অনুরাগী

অনুরাগীদের অভিযোগ, তিনি অন্যের লেখা থেকে টুকে নেটমাধ্যমে পোস্ট করেছেন। কী লিখেছিলেন দিব্যাঙ্কা?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৮
Share:

লতাকে শ্রদ্ধা জানান দিব্যাঙ্কা

কেবল বলিউড ইন্ডাস্ট্রি না, গোটা দেশই শোকে স্তব্ধ। লতা মঙ্গেশকর নেই। রবিবার সকালে প্রয়াত হলেন ৯২ বছরের গায়িকা। বাকিদের মতো টেলি-অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠীও নিজের মনের কথা লিখেছেন। শ্রদ্ধা জানিয়েছেন লতাকে। কিন্তু শ্রদ্ধাঞ্জলী দিতেই বিতর্কে জড়িয়ে পড়লেন অভিনেত্রী। অভিযোগের আঙুল উঠল তাঁর দিকে।

Advertisement

অনুরাগীদের অভিযোগ, তিনি অন্যের লেখা থেকে টুকে নেটমাধ্যমে পোস্ট করেছেন।

কী লিখেছিলেন দিব্যাঙ্কা?

Advertisement

টুইট করে অভিনেত্রী লিখেছিলেন, ‘লতাজি, আজ এই দেশকে শূন্য করে চলে গেলেন আপনি। শিল্প নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁরা আপনার কাজ নিয়ে গবেষণা করবেন। শত শত বছর ধরে আপনার গান থেকে যাবে। স্বাধীনতা পরবর্তী সময়ে সঙ্গীতের যে বিবর্তন হয়েছে, তাতে আপনার সঙ্গীতের ধারা স্পষ্ট রূপে বিরাজমান। আজ সেই যুগের শেষ।’

অনুরাগীরা মন্তব্য করেছেন, ‘এই লেখা কোথা থেকে চুরি করেছেন?’ চুপ করে থাকেননি দিব্যাঙ্কা। পাল্টা উত্তর দিয়েছেন তিনি। দিব্যাঙ্কা লিখেছেন, ‘বাহ, জেনে ভাল লাগল যে আমার লেখা এতটাই উচ্চ মানের। তোমার তিরস্কার আমার কাছে প্রশংসা।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement