Ditipriya Roy

Ditipriya Roy: কঙ্গনা রানাউতের সঙ্গে নিজের তুলনা করলেন দিতিপ্রিয়া, কেন?

বলিউড অভিনেত্রীর এই পরিস্থিতির সঙ্গে নিজেকে মিলিয়ে দিয়েছেন দিতিপ্রিয়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ১৮:৪০
Share:

কঙ্গনা রানাউত এবং দিতিপ্রিয়া রায়।

পর্দায় কৈশোর থেকে যৌবন পেরিয়ে জীবনের শেষ পর্যায়ে রাসমণি। তবে বাস্তবে স্কুলের গণ্ডি অতিক্রম করে সদ্য কলেজে পা রেখেছেন অষ্টাদশী দিতিপ্রিয়া রায়। বেশির ভাগের কাছে এটাই নতুন প্রেম করার সময়! কিন্তু দিতিপ্রিয়র দাবি, তিনি এখনও একা। তাঁর জীবনে প্রেম আসেনি।

Advertisement

ধারাবাহিকে ভারী ভারী সংলাপ বলা ‘রানিমা’ নাকি এখনও ‘ফ্লার্ট’ করতেই শেখেননি। ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে তিনি নিজেই ফাঁস করেছেন সে কথা। একটি ছবি দিয়েছেন দিতিপ্রিয়া। সেখানে লেখা, ‘ফ্লার্ট করা টুইটার হলে, আমি হলাম কঙ্গনা রানাউত।’

কঙ্গনার সঙ্গে টুইটারের বিবাদের কথা কারও অজানা নয়। গত মে মাসে বিতর্কিত কিছু পোস্টের জন্য পাকাপাকি ভাবে বন্ধ করে দেওয়া হয় অভিনেত্রীর টুইটার অ্যাকাউন্ট। অর্থাৎ ইচ্ছা থাকলেও টুইটারে এসে ‘মন কি বাত’ বলার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে কঙ্গনার। মজা করে বলিউড অভিনেত্রীর এই পরিস্থিতির সঙ্গে নিজেকে মিলিয়ে দিয়েছেন দিতিপ্রিয়া। অর্থাৎ ‘ফ্লার্ট’ করার রাস্তাও যে তাঁর কাছে বন্ধ, কঙ্গনার সঙ্গে টুইটারের সমীকরণের তুলনা টেনে সে কথাই যেন বুঝিয়ে দিলেন তিনি।

Advertisement

দিতিপ্রিয়ার ইনস্টাগ্রাম স্টোরি।

তবে প্রশ্ন থেকে যায়, ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখা দিতিপ্রিয়া ইনস্টাগ্রামে হঠাৎ এমন ইঙ্গিতমূলক পোস্ট করলেন কেন? অনুরাগীদের সঙ্গে মজা করতেই কি নিছক এমন স্টোরি দিলেন ‘রানিমা’?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement