দিতিপ্রিয়া রায়।
এই মুহূর্তে টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রী। হাতে মুঠোভর্তি কাজ। এক মুহূর্ত নিশ্বাস ফেলার ফুরসত নেই দিতিপ্রিয়া রায়ের। আজ কলকাতা, তো কাল চেন্নাই, পরশু আবার লন্ডন। ইদানীং তাঁর নাগাল পাওয়াই ভার। দেশের গণ্ডি ছাড়িয়ে বৃহস্পতিবার লন্ডন পাড়ি দিলেন ‘রাণী রাসমণি’। সৌজন্যে নতুন ছবির শ্যুটিং।
এই প্রথম কাজের সূত্রে বিদেশ সফরে দিতিপ্রিয়া। তবে প্রথম বার বিদেশ ভ্রমণের আনন্দ নাকি উপভোগই করতে পারছেন না অভিনেত্রী। তার নেপথ্যেও কিন্তু এই কাজ। সেই চাপেই সব আনন্দ ঢাকা পড়ে যাচ্ছে। বুধবার সকালে চেন্নাই থেকে শ্যুটিং সেরে ফিরেছেন দিতিপ্রিয়া। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার ভোর ৩টে ৪৫-এ লন্ডনের উড়ান। হাতে মাত্র কয়েক ঘণ্টা। সত্যিই তো, এই কয়েক ঘণ্টায় মানুষ বিশ্রাম নেবে, নাকি বিদেশে যাওয়ার আনন্দ উপভোগ করবে!
দিতিপ্রিয়ারও সেই একই প্রতিক্রিয়া। বললেন, ‘‘খুব ক্লান্ত, তাই প্রথম বিদেশ যাওয়ার আনন্দটাই অনুভব করতে পারছি না।’’ বছরের শুরুতেই বিক্রমের সঙ্গে জুটি বেঁধে শেষ করে ফেলেছেন আদিত্য সেনগুপ্তর প্রথম ছবির কাজ। উত্তরবঙ্গে দীর্ঘ শ্যুটিং সেরে ফিরেছেন। তার পরেই ব্যস্ত হয়ে পড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে, তাঁর পরবর্তী ছবির কাজ নিয়ে। ‘আয় খুকু আয়’ ছবির প্রচারেও বিভিন্ন সময়ে দেখা গিয়েছে তাঁকে।
এ বার আরও এক নতুন যাত্রা শুরু। আনন্দবাজার অনলাইনেই প্রথম প্রকাশিত হয় দিতিপ্রিয়া, শ্রাবন্তী আর ক্রুশল আহুজার এই নতুন ছবির কথা। নায়ক ক্রুশল বলেছিলেন, ‘‘আমি আর পরিচালক রবিন নাম্বিয়ার দু’জনেই একসঙ্গে প্রথম বড় পর্দায় পা রাখতে চলেছি। অন্য স্বাদের গল্প। যেখানে চিত্রনাট্য মেনে আমার বিপরীতে শ্রাবন্তী এবং দিতিপ্রিয়া থাকবেন। আমাদের তিন জনকে নিয়েই গল্প। কিন্তু তথাকথিত ত্রিকোণ প্রেম নেই।’’ এই ছবির জন্য নিজের লুকও বদলে ফেলেছেন নায়ক। লন্ডনে এক মাস চলবে ছবির শ্যুটিং। এই তিন অভিনেতা ছাড়াও ছবিতে থাকছেন সুদীপ্তা চক্রবর্তী।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।