ছবি: এক্স থেকে নেওয়া।
অরুণাচল প্রদেশের বরফে জমে যাওয়া সেলা হ্রদে আটকে গিয়েছিলেন এক দল পর্যটক। বাঁশ দিয়ে টেনে তাঁদের উদ্ধার করলেন স্থানীয়েরা। এমনই এক ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়োটি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন দেশের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। ইন্টারনেটে ঝড় তুলেছে ভিডিয়োটি।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, হিমায়িত হ্রদে আটকে পড়ছেন দুই মহিলা-সহ মোট চার পর্যটক। তাঁদের কোমর থেকে নীচের অংশ বরফের তলায় রয়েছে। আতঙ্কে চিৎকার করছেন তাঁরা। এমন সময় কয়েক জন পথচলতি মানুষ তাঁদের সাহায্যে এগিয়ে আসেন। একটি লম্বা বাঁশ জোগাড় করে তাঁদের দিকে এগিয়ে দেন। সেই বাঁশ ধরে আস্তে আস্তে হ্রদ থেকে উঠে আসেন আটকে যাওয়া পর্যটকেরা। সেই ভিডিয়োয় ওই ধরনের বরফে জমা হ্রদ পর্যটকদের জন্য কী ভাবে বিপদ ডেকে আনতে পারে তা-ও দেখানো হয়েছে। তুষারঢাকা পিচ্ছিল রাস্তায় সাবধানে গাড়ি চালাতে এবং তুষারপাত সম্পর্কে পর্যটকদের সচেতন হতেও অনুরোধ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ভিডিয়োটি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। অনেকে উদ্বেগও প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘মানুষের নিরাপত্তার জন্য সতর্কবার্তা দেওয়া একটা বোর্ড দেওয়া উচিত।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘অনেকে তুষারপাতের বিপদ বুঝতে পারেন না। বিষয়টি খুবই বিপজ্জনক।’’