Uttam Kumar-Anjan

উত্তমকুমার-সুপ্রিয়া দেবীও একত্রবাস করতেন, তাই নিয়ে তখন কিন্তু কোনও কথা হয়নি: অঞ্জন

সভ্যতা যত এগোচ্ছে, ততই কি মান পড়ছে মানুষের? সুপ্রিয়া দেবীর সঙ্গে মহানায়কের একত্রবাসের প্রসঙ্গ এনে প্রশ্ন তুললেন অঞ্জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২৪ ১৩:৪৯
Share:

উত্তমকুমার-সুপ্রিয়া দেবীর একত্রবাস নিয়ে অঞ্জন দত্ত। নিজস্ব চিত্র।

সভ্যতা যত এগোচ্ছে, ততই কি মান পড়ছে মানুষের? সুপ্রিয়া দেবীর সঙ্গে মহানায়কের একত্রবাসের প্রসঙ্গ এনে আনন্দবাজার অনলাইনের কাছে প্রশ্ন তুললেন অঞ্জন দত্ত।

Advertisement

পিছন ফিরে তাকালে দেখা যাবে, সময়টা ষাটের দশকের শেষ। সিনেমায় সাদা-কালো যুগ। রুপোলি পর্দার নায়ক-নায়িকা জনসাধারণের কাছে আক্ষরিক অর্থেই দূর আকাশের তারা। উত্তমকুমার হলে তো কথাই নেই। সেই তিনিই একত্রবাসে! প্রথম স্ত্রী গৌরী দেবী বর্তমান থাকতেই তিনি সুপ্রিয়া দেবীর ময়রা স্ট্রিটের বাড়িতে উঠে এসেছিলেন। বাঙালি কোনও প্রশ্ন তোলেনি। সেই প্রসঙ্গ মনে পড়িয়ে দিয়ে পরিচালক-অভিনেতা অঞ্জন দত্তর দাবি, ‘‘তখন লিভ টুগেদার বিষয়টা কেউ জানতই না। অথচ ওঁদের নিয়ে সেই অর্থে কোনও গসিপ ছিল না! অনুরাগীরা ওঁদের নিজের মতো করে জীবন কাটানোর স্বাধীনতা দিয়েছিলেন। আমায় মনে হয়, তখনকার বাঙালি অনেক বেশি আধুনিক ছিল।’’

হঠাৎ কেনই বা এই প্রসঙ্গের অবতারণা? সমাজমাধ্যম নিয়ে ইদানীং বিশিষ্টদের অভিযোগ অজস্র। তাঁদের দাবি, সমাজমাধ্যম আসার পর থেকে যেন মানবিকতার অবনমন ঘটেছে। অনুসরণকারীরা সারা ক্ষণ ‘তারকা’দের ব্যক্তিজীবন, পেশাজীবন নিয়ে কাটাছেঁড়া চালাচ্ছে। বিশেষ করে বিনোদন দুনিয়ার মানুষদের অন্দরমহল নিয়ে যেন বেশি মাথাব্যথা। ফলে, ‘ব্যক্তিগত’ বলে কিছুই থাকছে না। আলোচনা প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের কাছে অঞ্জনের ক্ষোভ, ‘‘মহানায়ক-সুপ্রিয়া দেবী মঙ্গল গ্রহের বাসিন্দা ছিলেন না। সেই সময়ের বাঙালিও না। অথচ, তাঁরা নিজেদের মতো জীবনযাপনের স্বাধীনতা পেয়েছিলেন। সমাজও তাঁদের সেই ছাড়পত্র দিয়েছিল। একুশ শতক যা দিতে পারছে না। সত্যিই বিষয়টি হতাশার।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement