ডিম্পল কাপাডিয়া।
পরিস্থিতি স্বাভাবিক থাকলে ‘টেনেট’-এর ওপেনিং বিজ়নেস ৫৩ মিলিয়ন মার্কিন ডলার হলে তা চিন্তার কারণই হত। তবে বিশ্বজুড়ে অতিমারি পরিস্থিতিতেও ৪১টি জায়গায় মুক্তি পাওয়া ক্রিস্টোফার নোলানের ছবির ওপেনিং ব্যবসার অঙ্ক আশা জাগিয়েছে।
দুনিয়াজুড়ে সব বিগ বাজেট ছবির মুক্তিই যখন পিছিয়ে দেওয়া হয়েছে, তখন এই পরিস্থিতিতেই ওয়ার্নার ব্রাদার্স ‘টেনেট’-এর উপরে বাজি ধরে। ইউরোপের বিভিন্ন অংশ, কানাডা ও দক্ষিণ কোরিয়ার মোট ৪১টি স্থানে মুক্তি পেয়েছে ছবি, যার প্রথম সপ্তাহান্তের ব্যবসা ভরসা জুগিয়েছে প্রযোজনা সংস্থাকে।
খুব শিগগিরই চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরাট মার্কেটে এ ছবির রিলিজ় হতে চলেছে। অতিমারি পরিস্থিতির মধ্যেই হল-এ গিয়ে ‘টেনেট’ দেখার অভিজ্ঞতা হয়েছে নামী-দামি তারকাদেরও। সোনম কপূর এখন লন্ডনে রয়েছেন, স্বামী আনন্দ আহুজার সঙ্গে।
সম্প্রতি সেখানকার এক সিনেমা হলে গিয়ে ‘টেনেট’ দেখার অভিজ্ঞতা সোনম শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে ডিম্পল কাপাডিয়ার পারফরম্যান্সেরও উচ্ছ্বসিত প্রশংসা করেন নায়িকা।