Rashmika Mandanna

অল্লু অর্জুনের কোলে উঠে নাচতে হবে! পরিচালককে সন্তুষ্ট করতে কী করেন রশ্মিকা?

রশ্মিকা মন্দানাও নজর কেড়েছেন এই ছবিতে। বেশ কিছু সাহসী দৃশ্যে দেখা গিয়েছে তাঁকে। বিশেষ করে ‘পিলিং’ গানে রশ্মিকার সাহসী নাচের দৃশ্য চর্চায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ২০:৩৫
Share:
Rashmika Mandanna reveals that she was shocked after seeing the Peeling dance steps with Allu Arjun for Pushpa 2

অল্লু অর্জুনের সঙ্গে নাচের দৃশ্য নিয়ে কী বললেন রশ্মিকা? ছবি: সংগৃহীত।

বক্স অফিস কাঁপাচ্ছে ‘পুষ্পা ২: দ্য রুল’। শুধু অল্লু অর্জুন নয়, রশ্মিকা মন্দানাও নজর কেড়েছেন এই ছবিতে। বেশ কিছু সাহসী দৃশ্যে দেখা গিয়েছে তাঁকে। বিশেষ করে ‘পিলিং’ গানে রশ্মিকার সাহসী নাচের দৃশ্য চর্চায়। তবে এই নাচের দৃশ্য নিয়ে নাকি প্রথম থেকেই বেশ চাপে ছিলেন অভিনেত্রী। নাচের ভঙ্গিমার কথা শুনেই নাকি আঁতকে উঠেছিলেন তিনি।

Advertisement

রশ্মিকা বলেছেন, “ছবি মুক্তির ক’দিন আগে ‘পিলিং’ গানের শুটিং হয়। মাত্র পাঁচ দিনে ওই গানের শুটিং শেষ করেছিলাম আমরা। এই গানটিও যে ছবিতে থাকবে এবং তার শুটিং করতে হবে, এটা শুনেই চমকে গিয়েছিলাম। তার পর নাচের মহড়ার ভিডিয়ো দেখলাম। আমি আঁতকে উঠি। ভাবছিলাম, কী হচ্ছে এই দুনিয়ায়! আমাকে তো অল্লু অর্জুন স্যরের কোলে উঠে নাচতে হবে মনে হচ্ছে।”

ছবিতে প্রায়ই নায়িকাকে কোলে তুলে নেয় নায়ক। আর রশ্মিকার নাকি কোলে উঠতেই ভয় করে। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, “আমাকে কোলে তুললে সত্যিই খুব ভয় করে। আর এই গানে পুরোটাই কোলে উঠে নাচ রয়েছে। আমি বুঝতে পারছিলাম না, কী ভাবে নাচব। কিন্তু আমি বুঝেছি, এক বার সিদ্ধান্ত নিয়ে নিলে আমি নিজেকে পরিচালক ও সহ-অভিনেতার কাছে সমর্পণ করে দিই। তখন ভেবে নিই, কাজটা করতেই হবে। ছবির জন্য যা যা প্রয়োজন তা-ই করব।”

Advertisement

অভিনেত্রী যোগ করেন, “নিজের উপর অবিশ্বাস থাকলে কাজ করা যায় না। অভিনেতা হিসাবে আমি জানি, মনোরঞ্জন করা আমার কাজ। পরিচালককেও আমার কাজের মাধ্যমে সন্তুষ্ট করতে হবে। এটাই তো আমার রুজিরুটি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement