দিলীপ কুমার
ভাল আছেন দিলীপ কুমার। সব ঠিক থাকলে ১০ জুন, বৃহস্পতিবার তিনি ছাড়া পাবেন হাসপাতাল থেকে। বুধবার সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন মুম্বইয়ের হিন্দুজা হাসপাতাল কর্তৃপক্ষ। খবর, শ্বাসকষ্ট নিয়ে ২ জুন এই হাসপাতালে ভর্তি হন ৯৮ বছরের কিংবদন্তি অভিনেতা। দিলীপ কুমারের ২টি ফুসফুসেই জল জমেছিল বলে হাসপাতালের তরফ থেকে সেই সময় জানানো হয়েছিল।
অসুস্থ দিলীপ কুমারকে ভর্তির পরেই চিকিৎসকদের একটি দল তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছিলেন। এ কথা জানিয়েছিলেন তাঁর অভিনেতা-জায়া সায়রা বানু। সেই টিমের বক্তব্য অনুযায়ী, অভিনেতার শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল। তাই তাঁকে ছেড়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে। পাশাপাশি দিলীপ কুমারের ঘনিষ্ঠ সূত্রের খবর, হাসপাতালের ২ চিকিৎসক জলিল পার্কার ও নীতিন গোখলে ব্যক্তিগত ভাবে অভিনেতার বন্ধু ফয়জল ফারুকিকে অভিনেতার সম্ভাব্য ছুটির খবর জানিয়েছেন। এই প্রসঙ্গে ফয়জলের দাবি, নীতিন গোখলের নেতৃত্বাধীন চিকিৎসকের দলের তত্ত্বাবধানেই সুস্থ হয়ে উঠছেন দিলীপ সাহেব।