সিঁদুরে, টিপে মিলে গেলেন দীপিকা-পত্রলেখা
পত্রলেখা নাকি দীপিকা পাড়ুকোন? বাঙালি মডেল-অভিনেত্রীর রিসেপশনের হুবহু যে হুবহু দীপিকার রিসেপশন-সাজের ছায়া!
২০১৮ সাল, নভেম্বর মাস। রণবীর সিংহের সঙ্গে দীপিকা পাড়ুকোনের বিয়ের রিসেপশন। সোনালি সিল্কের শাড়ির সঙ্গে লম্বা হাতা ব্লাউজ। টেনে বাঁধা চুল। সিঁথিতে চওড়া সিঁদুর। লাল টিপ, সবুজ রঙা হার, কান-চাপা দুল। সব্যসাচীর পোশাকে সেজেছিলেন নতুন কনে।২০২১ সাল, ১৬ নভেম্বর। এ বার রিসেপশন রাজকুমার রাও এবং পত্রলেখার। সেই অনুষ্ঠানে হরিয়ানার মুখ্যমন্ত্রী লাল মনোহর খট্টরের সঙ্গে বর-কনের ছবি প্রকাশ্যে। এবং দেখা গিয়েছে, পত্রলেখার পরনেও সোনালি সিল্কের শাড়ি। লম্বা হাতা ব্লাউজ। টেনে বাঁধা চুলের সিঁথিতে মোটা করে সিঁদুরের টান। কপালে লাল টিপ, গলায় সবুজ রঙের হার। কান-চাপা দুল।
সাজের অমিল? দীপিকার গলায় আরও একটি সাদা হার। দুলের রং-ও সবুজ। পত্রলেখার কানের সাদা দুল।
দীপিকার ব্লাউজ সাদা, পত্রলেখার সোনালি। দীপিকার লিপস্টিকে লালচে ভাব বেশি।
তবে কি দীপিকার আদলেই সেজেছেন পত্রলেখা? ইতিমধ্যেই প্রশ্ন অনুরাগী মহলে। যদিও এর আগে দীপিকার সাজের সঙ্গে অনুষ্কা শর্মার সাজের মিল পেয়েছিলেন ভক্তরা। বিরাট কোহলীর সঙ্গে বিয়ের সময়ে অনুষ্কাও ঠিক একই ভাবে মাথার মাঝে সিঁথি করে চওড়া সিঁদুর পরেছিলেন। গলায় ছিল ভারী হার। আর পরনে লাল বেনারসি।
অভিনয়ে কে এগিয়ে? তারকাদের নিয়ে এমন চুলোচুলি লেগেই থাকে ভক্তদের। নিজেদের জীবনের বিশেষ দিনটায় অবশ্য চুলোচুলি নয়, চুলের সাজেই মিলেমিশে এককাট্টা বলি নায়িকারা !