Rajinikanth's Birthday

ঐশ্বর্যার সঙ্গে বিচ্ছেদ, নয়নতারার সঙ্গে বিবাদ, এ বার প্রাক্তন শ্বশুর রজনীকে কী বললেন ধনুষ?

৭৪ বছরে পা দিলেন রজনী। সকাল সকাল তাঁর প্রাক্তন জামাতা ধনুষ এক্স হ্যান্ডলে লিখে ফেলেন এক সুন্দর বার্তা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৬:১৭
Share:

(বাঁ দিকে) ধনুষ ‘থালাইভা’ সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রজনীকান্তকে (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বছর দুয়েক আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন। চলতি বছর এপ্রিল মাসে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। গত মাসে তাঁদের বৈবাহিক সম্পর্কে ইতি পড়ে যায় আইনি সিলমোহরে। কিন্তু শ্বশুরমশাইকে ছাড়তে নারাজ দক্ষিণী গায়ক ও নায়ক ধনুষ।

Advertisement

১২ ডিসেম্বর দক্ষিণী তারকা রজনীকান্তের জন্মদিন। এ দিন ৭৪ বছরে পা দিলেন রজনী। সকাল সকাল তাঁর প্রাক্তন জামাতা ধনুষ এক্স হ্যান্ডলে লিখে ফেলেন এক সুন্দর বার্তা। ধনুষ লেখেন, “শুভ জন্মদিন তাঁকে, শুধুমাত্র তিনি, একমাত্র তিনি, সুপারস্টার... সেই বিস্ময়, যিনি সাধারণ মানুষ এবং ঘরানার নতুন সংজ্ঞা তৈরি করেছেন... আমার থালাইভা রজনীকান্ত স্যর।” সঙ্গে লাল হৃদয়ের ইমোজিও ব্যবহার করেছেন ধনুষ।

২০০৪ সালে ধনুষকে বিয়ে করেন রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যা। তাঁদের দুই সন্তান রয়েছে। কিন্তু ২০২২ সাল থেকেই আলাদা থাকতে শুরু করেন দম্পতি। সে সময়ই বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন। তবে আইনের দ্বারস্থ হননি কোনও পক্ষই। চলতি বছর এপ্রিলে পাকাপাকি ভাবে বিচ্ছেদের জন্য আদালতে যান ঐশ্বর্যা। গত ২৭ নভেম্বর সেই আবেদনে সিলমোহর পড়ে। তাঁদের দুই সন্তান— যাত্রা ও লিঙ্গার দায়িত্ব নিচ্ছেন ঐশ্বর্যা। ধনুষ তাতে বাধা দেননি। দায়িত্ব ঐশ্বর্যার হলেও দুই ছেলের যাবতীয় প্রয়োজনে তিনি থাকবেন বলেই আশ্বস্ত করেছেন। দুই সন্তানের জন্য অবশ্য ধনুষ-ঐশ্বর্যা বন্ধুত্বপূর্ণ সম্পর্কেই থাকবেন বলেও জানা যায়। সম্প্রতি ঐশ্বর্যার সমাজমাধ্যমে একটি ছবিতে ভালবাসার প্রকাশও করেছেন ধনুষ।

Advertisement

এরই মধ্যে রজনীকান্তের জন্মদিন। সমাজমাধ্যমেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ধনুষ। তার পোস্টে এসে মন্তব্য বাক্সে অনেকেই শুভেচ্ছা জানিয়ে গিয়েছেন। অনেক অনুরাগীর কাছে বিষয়টা মজার মনে হয়েছে। ধনুষকে ‘রজনীর ভক্ত’ হিসাবে চিহ্নিত করেছেন সকলে। এ দিন কমল হাসন, মাম্মুট্টী-সহ তাবড় অভিনেতা শুভেচ্ছা জানিয়েছেন রজনীকান্তকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement