Deepika Padukone

লকডাউনের মধ্যেই দীপিকা-প্রভাসকে নিয়ে ৪০০ কোটি বাজেটের ফিল্মের ঘোষণা

৪০০ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি দেশের সবচেয়ে ‘দামি’ ছবি হতে চলেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২০ ১৬:২২
Share:

এক ছবিতে দীপিকা ও প্রভাস। —ফাইল চিত্র।

এক জন বলিউডের ‘মস্তানি’, তো অন্য জন ‘বাহুবলী’। দু’জন মিলে গেলে বিস্ফোরণ তো ঘটবেই। এ বার সেই বিস্ফোরণই ঘটাল দক্ষিণী ছবির প্রযোজক সংস্থা বৈজয়ন্তী মুভিজ। দেশের দুই অন্যতম জনপ্রিয় তারকা দীপিকা পাড়ুকোনপ্রভাসকে নিয়ে নতুন ছবির ঘোষণা করল তারা। লকডাউন পরিস্থিতিতে যেখানে বহু ছবির মুক্তি আটকে রয়েছে, সেখানে ৪০০ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি দেশের অন্যতম ‘দামি’ ছবি হতে চলেছে।

Advertisement

দীপিকা ও প্রভাসকে এক ছবিতে দেখা নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল। তবে দু’জনের কেউই এ নিয়ে এত দিন মুখ খোলেননি। রবিবার বৈজয়ন্তী প্রোডাকশনসের তরফে এই বিস্ফোরণটি ঘটানো হয়। ইউটিউবে ২৭ সেকেন্ডের একটি ভিডিয়ো প্রকাশ করে দীপিকা ও প্রভাসকে নিয়ে নয়া ছবির ঘোষণা করে তারা।

এখনও পর্যন্ত ছবির নাম যদিও ঘোষণা করা হয়নি। তবে এটা প্রভাসের ২১তম ছবি হতে চলেছে। সূত্রের খবর, এটি একটি সাই-ফাই ছবি হতে চলেছে। ছবির বিষয়বস্তু টাইম ট্রাভেল। ইউরোপ জুড়ে ছবির শুটিং হবে। তার জন্য লোকেশন বাছাও শুরু হয়ে গিয়েছে। ছবিটি পরিচালনা করবেন নাগ অশ্বিন, যিনি এর আগে ‘মহন্তি’, ‘ইয়েভাডে সুব্রহ্মণ্যম’-এর মতো ছবি তৈরি করেছেন।

Advertisement

এ ভাবেই দীপিকা ও প্রভাসকে নিয়ে নতুন ছবির ঘোষণা হল।

আরও পড়ুন: রোগা, লম্বা অমিতাভকে ‘অপয়া’ বলেন রাজেশ, কড়া জবাব দেন জয়াও​

আরও পড়ুন: ধর্ষণ-খুনের হুমকিতে আর চুপ নয়, থানায় গেলেন সুশান্তের বান্ধবী রিয়া​

Beyond Thrilled!Cannot wait for what we believe is going to be an incredible journey ahead...❤️❤️❤️ #DeepikaPrabhas @nag_ashwin @vyjayanthimovies @actorprabhas #Repost @vyjayanthimovies with @get_repost ・・・ As promised, here it is - our next big announcement! WELCOMING THE SUPERSTAR. ♥️ #DeepikaPrabhas @actorprabhas @deepikapadukone @nag_ashwin

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on

We are very excited to have @deepikapadukone on board, welcome😊 @nag_ashwin @vyjayanthimovies @swapnaduttchalasani @priyankacdutt #Prabhas21 #DeepikaPrabhas

A post shared by Prabhas (@actorprabhas) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement