Deepika Padukone

‘পাঠান’ বিতর্ক দেশ জুড়ে, কেমন কাটল দীপিকার বছরটা, মুখ খুললেন অভিনেত্রী

৩৭-এ পা দিলেন দীপিকা পাড়ুকোন। এ দিকে পাঠান বিতর্কে ধুন্ধুমার কাণ্ড প্রায় গোটা দেশ জুড়ে। জন্মদিন পার হতে না হতেই মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ ২০:০৭
Share:

জন্মদিনে পার হতে না হতেই বিশেষ বার্তা এল দীপিকার তরফ থেকে। ছবি: সংগৃহীত

পাঠান বিতর্ক থামার নাম গন্ধ নেই। এই ছবিকে কেন্দ্র করে দেশ জুড়ে ধুন্ধুমার কাণ্ড। এর মাঝে ৩৭-এ পা দিলেন দীপিকা পাড়ুকোন। জন্মদিন উদ্‌যাপনে স্বামীর রণবীরের সঙ্গে সমুদ্রসৈকতে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। যদিও জায়গা নিয়ে গোপনীয়তা বজায় রেখেছেন। কিন্তু এর মাঝে স্বামী রণবীর লেন্সবন্দি করলেন দীপিকাকে। সমুদ্র সফেন ঢেউ-এর মাঝে ছুটে চলেছে ইয়ট, নিওন বিকিনিতে দীপিকা, হাওয়ায় উড়ছে চুলছে। দিলেন বিশেষ বার্তা।

Advertisement

অনেকেই আশা করেছিলেন, ‘পাঠান’ বিতর্ক নিয়ে অন্তত জন্মদিনের দিন কিছু বলবেন দীপিকা। তবে নায়িকার মুখে কুলুপ। কিন্তু এ বার জন্মদিন পার হতে না হতেই দীপিকার তরফ থেকে এল একটি বিশেষ বার্তা। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, ‘‘এক টুকরো ঝলক, ফেলে আসা বছরটা ঠিক যেমনটা কাটল, অন্তত জন্মদিনের দিনটা যে ভাবে কাটল। নতুন বছরে নতুন কিছুর অপেক্ষায় আমি, সকলের উন্নতি হোক, বর্তমানে বাঁচুন, কৃতজ্ঞতা সকলকে।’’ শেষে দীপিকার সংযোজন, ‘‘আমার জন্মদিনে এত শুভেচ্ছাবার্তা পাঠানোর জন্য ধন্যবাদ সকলকে।’’

বৃহস্পতিবার দীপিকার জন্মদিন উপলক্ষে শাহরুখ খান ‘পাঠান’ ছবিতে অভিনেত্রীর একটি পোস্টার ভাগ করে নিয়েছেন। অন্য দিকে ‘প্রোজেক্ট কে’ ছবিতে দীপিকার একটি লুক প্রকাশ্যে এসেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement