দীপিকা আরও জানান, এখন যাঁরা অভিনয় জগতে পা রাখছেন, তাঁরা অনেক তৈরি, তাঁদের সবটা শিখিয়ে দেওয়া হয়। তাঁদের সময়ে সেই সুযোগ ছিল না। ভুল করতে করতেই তাঁরা শিখতেন। প্রসঙ্গত, সদ্য মুক্তি পাওয়া শকুন বাত্রা পরিচালিত দীপিকা পাড়ুকোনের ছবি ‘গেহরাইয়াঁ’ বক্স অফিসে বেশ সাফল্য পেয়েছে।
ক্যাটরিনা এবং দীপিকা
‘গেহরাইয়াঁ’ নিয়ে সিনেপ্রেমীদের আলোচনার শেষ নেই। চলছে সমালোচনাও। তারই মধ্যে অতীতের দিকে ফিরে তাকালেন দীপিকা পাড়ুকোন। আলোচনায় উঠে এল ক্যাটরিনার প্রসঙ্গও।
সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে দীপিকা জানান, বলিউডে শুরুর দিনগুলো কেমন ছিল। ২০০৭ সালে ফারহা খানের ‘ওম শান্তি ওম’-এ বলিউডে অভিষেক হয় দীপিকা। অন্য দিকে, ২০০৩ সালে ‘বুম’ ছবিতে বলিউডে পা রেখেছিলেন ক্যাটরিনা কইফ।
তাঁদের অভিনয়জীবনের শুরুর দিনগুলো কেমন ছিল? দীপিকার দাবি, তিনি এবং ক্যাটরিনা যখন বলিউডে পা রাখেন, তখন তাঁদের জনসংযোগের দায়িত্বে কেউ ছিলেন না। শুধু তাই নয়। অভিনেত্রী বলেন, “কেশসজ্জা এবং রূপসজ্জা নিজেকে করতে হত। পর্দার চরিত্রের জন্যও নিজেদের পোশাকই পরতে হত।”
দীপিকা আরও জানান, এখন যাঁরা অভিনয় জগতে পা রাখছেন, তাঁরা অনেক তৈরি, তাঁদের সবটা শিখিয়ে দেওয়া হয়। তাঁদের সময়ে সেই সুযোগ ছিল না। ভুল করতে করতেই তাঁরা শিখতেন। প্রসঙ্গত, সদ্য মুক্তি পাওয়া দীপিকার ছবি ‘গেহরাইয়াঁ’ বক্স অফিয়ে বেশ সাফল্য পেয়েছে। অন্য দিকে, ক্যাটরিনা সদ্য সংসারজীবন শুরু করেছেন ভিকি কৌশলের সঙ্গে।