পাঠকদের জন্য এই বইতে একগুচ্ছ নতুন গল্প নিয়ে এসেছেন দেবযানী।
লেখিকা দেবযানী কুমারের নতুন বই ‘পরনিন্দা পরচর্চা’ প্রকাশিত হল মঙ্গলবার। পাঠকদের জন্য এই বইতে একগুচ্ছ নতুন গল্প নিয়ে এসেছেন দেবযানী। এ ছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত তাঁর বেশ কিছু বিখ্যাত গল্পও রয়েছে সেখানে।
কিন্তু বইয়ের নাম ‘পরনিন্দা পরচর্চা’ কেন?
দেবযানী বললেন, ‘‘মানুষ যখনই একসঙ্গে কোনও জায়গায় মিলিত হয়, সবার আগে এগিয়ে আসে এই পরনিন্দা পরচর্চা। যেমন ধরুন, একটি মেয়ে যদি একটি ছেলের সঙ্গে পালিয়ে যায়, তখন বলা হবে মেয়েটি পালানোর সময় বাবার ১০ লক্ষ টাকা নিয়ে পালিয়েছে। কিন্তু দেখা গেল আসলে তেমন কিছুই হয়নি।’’
মানুষের না বলা সুখ-দুঃখ, পাওয়া-না পাওয়া উঠে এসেছে দেবযানীর গল্পের মধ্যে।
লেখিকা মনে করেন, পরনিন্দা পরচর্চা করতে করতেই বাঙালি অনেক নতুন গল্প তৈরি করে নেয়। সেই আখ্যানই এ বার উঠে এসেছে লেখিকার কলমে। পাশাপাশি, নতুন প্রজন্মকে বাংলা পড়তে উৎসাহ দিতে চান লেখিকা। জীবনের নানা সময়ে দেশ-বিদেশের বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ হয়েছে তাঁর। তাঁদের মধ্যে অনেকেই হয়তো নিজের অনুভূতি অনায়াসে মেলে ধরতে পারেননি। সেই সব মানুষের না বলা সুখ-দুঃখ, পাওয়া-না পাওয়া উঠে এসেছে তাঁর গল্পের মধ্যে। অর্থাৎ, নাম ‘পরনিন্দা পরচর্চা’ হলেও বাস্তবের প্রতিবিম্বই এই বই। লেখিকার বিশ্বাস, পাঠক গল্পের সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পাবেন। টানা পড়তে গিয়ে যাতে একঘেয়ে না লাগে, সে কথা মাথায় রেখে স্বল্প দৈর্ঘ্যের গল্প লিখেছেন দেবযানী।
আরও পড়ুন: ডক্টর জী! ফের ছকভাঙা নতুন চরিত্র নিয়ে হাজির আয়ুষ্মান
মেয়র পারিষদ দেবাশিস কুমারের স্ত্রী দেবযানী জানিয়েছেন, দেবলীনা নন, তাঁর গল্পের একনিষ্ঠ পাঠক জামাই গৌরব চট্টোপাধ্যায়। অর্থাৎ, শাশুড়ির ‘পরনিন্দা পরচর্চা’ নিয়েও যে তাঁর অগাধ আগ্রহ, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: বৌভাতে উপস্থিত তিন্নি, সৌজন্যের উপর অধিকারবোধ দেখাবে গুনগুন?