javed akhtar

Javed Akhtar: আরএসএস-কে নিয়ে ‘মন্তব্য’, জাভেদের বিরুদ্ধে এফআইআর দায়ের মুম্বই পুলিশের

ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ নম্বর ধারায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন থানার এক আধিকারিক। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২১ ১৯:০৬
Share:

জাভেদের বিরুদ্ধে এফআইআর

রাষ্ট্রীয় স্বয়ংসেবককে নিয়ে মন্তব্য করে সংগঠনকে অপমানের অভিযোগে সোমবার জাভেদ আখতারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশ। শহরের এক আইনজীবী সন্তোষ দুবে গীতিকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন মুলুন্দ থানায়। ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ নম্বর ধারায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন থানার এক আধিকারিক।

Advertisement

আইনজীবী গত মাসে জাভেদকে একটি আইনি নোটিস পাঠিয়েছিলেন। সেখানে অভিযোগ হিসেবে লেখা ছিল, টেলিভিশনে একটি সাক্ষাৎকার দেওয়ার সময়ে জাভেদ আরএসএস-কে নিয়ে ‘ভুয়ো এবং অপমানজনক’ মন্তব্য করেছেন। তার জন্য সন্তোষ জাভেদকে ক্ষমা চাইতে বলেন।

সন্তোষ এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আইনি নোটিস পাঠানো সত্ত্বেও জাভেদ ক্ষমা চাননি। আর তাই আমার অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement