Jisshu Sengupta

Jisshu-Debaloy: জুটি বাঁধছেন দেবালয়-যিশু! বয়স্ক ব্যোমকেশের পরে বড় পর্দায় বয়স্ক রবীন্দ্রনাথ?

বরাবর রবীন্দ্রনাথের ছেলেবেলা, যৌবনকাল উঠে এসেছে, এই প্রথম তাঁর বার্ধক্য দেখবে দর্শক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২১ ২১:৫৯
Share:

দেবালয়ের সঙ্গে কাজ করবেন যিশু।

নতুন বছরে নতুন জুটি বাঁধছেন দেবালনয় ভট্টাচার্য-যিশু সেনগুপ্ত। এ খবর দিন কয়েক ধরেই টলিউডের সাম্প্রতিক গুঞ্জন। সব ঠিক থাকলে যিশু সেনগুপ্ত ক্যামেরার ধরা দেবেন রবীন্দ্রনাথ ঠাকুরের বেশে। এ খবরও অজানা নয়। তা হলে নতুন কী? সূত্রের খবর, বরাবর রবীন্দ্রনাথের ছেলেবেলা এবং যৌবনকাল পর্দায় জায়গা পেয়েছে। সম্ভবত এই প্রথম তাঁর বার্ধক্য দেখবে দর্শক। দেবালয় তাঁর প্রথম ছবি ‘বিদায় ব্যোমকেশ’-এর মতোই আরও এক বার সাহসী হচ্ছেন। তিনিই তুলে ধরবেন বৃদ্ধ বিশ্বকবিকে। সেই মতোই কথা হয়েছে পরিচালক-অভিনেতার মধ্যে। প্রযোজনায় প্রথম সারির প্রযোজনা সংস্থা।

যিশু আপাতত মুঠোভর্তি কাজ নিয়ে ব্যস্ত। মুম্বই-কলকাতার নিত্যযাত্রী হওয়ায় তাঁর নাগাল পাওয়াই মুশকিল। তাই ২০২১-এ তিনি সময় দিতে পারছেন না দেবালয়কে। সব ঠিক থাকলে তাই শ্যুট শুরু হবে নতুন বছরের জানুয়ারিতে। যিশু তারিখ দেওয়ার পরে বাকি অভিনেতাদের নাম ঘোষিত হবে। আপাতত চিত্রনাট্যের কাজ নিয়ে ব্যস্ত পরিচালক। বয়স্ক রবি যিশু হলে যুবক কবি কে হবেন? ‘বিদায় ব্যোমকেশ’-এ যদিও দুটি চরিত্রেই অভিনয় করতে দেখা গিয়েছিল আবীর চট্টোপাধ্যায়কে। তবে দেবালয়ের আগামী ছবিতে আদৌ অল্পবয়সী রবীন্দ্রনাথের দেখা মিলবে কিনা সে খবর জানা যায়নি।

Advertisement

২০২১-এ বিশেষ বছর হিসেবে চিহ্নিত দেবালয়ের কাছে। এই বছরেও তিনি পরিচালনা করেছেন যিশুকে। তবে হিন্দি ওয়েব সিরিজে। অ্যামাজন প্রাইমের নতুন সিরিজের পরিচালক তিনি। ‘দ্য গার্ল’-এর হাত ধরেই হিন্দি ওয়েব সিরিজের দুনিয়ায় পা রেখেছেন বাংলা ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’-খ্যাত পরিচালক। পরমব্রত চট্টোপাধ্যায়-তানিয়া মানিকতলা-যিশু সেনগুপ্ত ছাড়াও সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিনয় পাঠক, জারিনা ওয়াহব, সমীর সোনি। ছবির কাহিনি, চিত্রনাট্যকার প্রবীণ প্রযোজক অরিন্দম মিত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement