Raj Kundra

Raj-Shilpa: শিল্পার হাতে হাত, মুখে হাসি, জামিন পেয়ে প্রথম জনসমক্ষে এলেন রাজ

রাজের হাতে হাত রেখে এগিয়ে যাচ্ছিলেন শিল্পা। দু’জনেই বেছে নিয়েছেন হলুদ পোশাক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২১ ২১:১১
Share:

রাজের সঙ্গে শিল্পা।

“তোমার জন্যই পরিবারের নাম খারাপ হয়েছে!”

রাজ কুন্দ্রার উপর চিৎকার করে উঠেছিলেন শিল্পা শেট্টি। গ্রেফতারের পর পুলিশ যখন তাঁর স্বামীকে নিয়ে বাড়িতে তল্লাশি চালায়, নিজেকে ধরে রাখতে পারেননি শিল্পা। শোনা গিয়েছিল, রাজের থেকে দুই সন্তানকে নিয়ে আলাদা থাকবেন তিনি। কিন্তু সে সব গুঞ্জন এক তুড়িতে উড়িয়ে দিলেন বলিউডের এই বিতর্কিত দম্পতি।

Advertisement

পর্ন-কাণ্ডে জামিন পাওয়ার পর এই প্রথম জনসমক্ষে এলেন রাজ। সঙ্গে ছিলেন শিল্পা। ধর্মশালার একটি মন্দিরে একসঙ্গে পৌঁছে গেলেন তাঁরা। রাজের হাতে হাত রেখে এগিয়ে গেলেন শিল্পা। দু’জনেই বেছে নিয়েছেন হলুদ পোশাক। রাজ এবং শিল্পার মুখে ঈষৎ হাসি। মনোমালিন্যের মেঘ সরিয়ে এখন তাঁরা খুশি।

দিন কয়েক আগেই আলিবাগ থেকে দুই সন্তানকে নিয়ে ঘুরে এসেছিলেন শিল্পা। রাজ জামিন পাওয়ার বৈষ্ণোদেবীর মন্দিরেও গিয়েছিলেন তিনি।

জুলাই মাসে পর্ন তৈরির অভিযোগে রাজকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। প্রায় দু’মাস হাজতবাসের পর সেপ্টেম্বর মাসে জামিন পান শিল্পার স্বামী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement