Coronavirus

বিজয়ের সাহায্য

বিজয় নিজের চ্যানেলে জানিয়েছেন, তিনি নিজে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের ছেলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২০ ০০:৪৮
Share:

বিজয়

করোনা মোকাবিলায় নিজের মতো করে সাহায্য করেছেন তেলুগু সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। নিজের ইউটিউব চ্যানেলে সম্প্রতি দু’টি বড় ঘোষণা করেছেন তিনি। প্রথমত, তাঁর দেবেরাকোন্ডা ফাউন্ডেশনের ৫০ জন ছাত্র এই দুর্যোগের বাজারেও চাকরি পেয়েছেন। দ্বিতীয়ত, আর্থিক ভাবে পিছিয়ে পড়া ও গরিবদের জন্য এক কোটি ৩০ লক্ষ টাকার ফান্ড গড়ে তুলেছেন তিনি। যেখান থেকে তাঁদের নিত্য প্রয়োজনীয় জরুরি সামগ্রীর জোগান দেওয়া হবে।

Advertisement

বিজয় নিজের চ্যানেলে জানিয়েছেন, তিনি নিজে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের ছেলে। তাই দারিদ্র্য ও আর্থিক অনটন তিনি ভালই জানেন। তাই তাঁর ফাউন্ডেশন মেধাবী ছাত্রদের পড়াশোনা এবং চাকরির দায়িত্ব নিয়েছে। ৫০ জনের মধ্যে দু’জন ইতিমধ্যেই চাকরি পেয়ে গিয়েছেন। বাকি ৪৮ জনও কনফার্মেশন লেটার পেয়েছেন। লকডাউনের পরে তাঁদের বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।

পাশাপাশি তাঁর বন্ধুরা তাঁর ফান্ডে অর্থসাহায্য করেছেন। তাঁর একটি প্রোডাকশন হাউসও রয়েছে। করোনার কারণে যার কাজ আপাতত বন্ধ। এই কঠিন সময়ে সকলকে পাশে থাকতে ও ভরসা রাখতে আহ্বান জানিয়েছেন ‘অর্জুন রেড্ডি’খ্যাত তারকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement