Coronavirus Lockdown

আমেরিকায় পাড়ি

সানির ঘনিষ্ঠ সূত্রে খবর, তাঁরা ক’দিন আগেই লস অ্যাঞ্জেলেসে গিয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ মে ২০২০ ০০:৫০
Share:

সানি

করোনা মহামারিতে লকডাউনের মাঝেই সপরিবার লস অ্যাঞ্জেলেসে চলে গেলেন সানি লিওনি। মাদার্স ডে উপলক্ষে সেখানকার এক ‘সিক্রেট গার্ডেন’-এ বসে ছবি তুলেছেন সানি। সঙ্গে রয়েছেন তাঁর তিন ছেলেমেয়ে নিশা, নোয়া এবং অ্যাশের। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘‘যখন কেউ মা হয়, তখন তার নিজের নিরাপত্তার চেয়েও বেশি জরুরি হয়ে ওঠে সন্তানের দেখভাল করা। আমার এবং ড্যানিয়েল... দু’জনেরই সুযোগ হয়েছিল সন্তানদের এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে তারা ‘ইনভিসিবল কিলার’ করোনাভাইরাসের হাত থেকে সুরক্ষিত থাকবে।’’

Advertisement

সানির ঘনিষ্ঠ সূত্রে খবর, তাঁরা ক’দিন আগেই লস অ্যাঞ্জেলেসে গিয়েছেন। সেখান পৌঁছে সানির স্বামী ড্যানিয়েল সেলফি পোস্ট করে লিখেছেন, ‘‘কোয়রান্টিন পার্ট টু।’’ জনৈক ড্যানিয়েলকে জিজ্ঞেস করেছিলেন, ভারত থেকে আমেরিকা যেতে কেএলএ রয়্যাল ডাচ এয়ারলাইন্স না কি এয়ার ইন্ডিয়া... কার সাহায্য নিলেন? ড্যানিয়েলের সংক্ষিপ্ত উত্তর, ‘‘কেএলএম গভর্নমেন্ট ফ্লাইট।’’ সপরিবার সানির এ ভাবে আমেরিকা চলে যাওয়া নিয়েও উঠেছে নানা ধরনের প্রশ্ন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement