Coronavirus Lockdown

ছবির পশরা বরুণের

বরুণের কেরিয়ার গ্রাফ দেখলে এটা স্পষ্ট যে, বিভিন্ন ধরনের ছবিতে অভিনয় করতে পিছপা হন না তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ০২:০৫
Share:

বরুণ

বরুণ ধওয়নের সময়টা ভালই যাচ্ছে। ছবি হিট হোক বা না হোক, তাঁর অভিনয় এমনিতে প্রশংসিত হয়। লকডাউনে বাড়িতে বসে বরুণ প্রস্তুতি নিচ্ছেন অরুণ খেতরপালের বায়োপিকের। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এ ছাড়াও বরুণের হাতে রয়েছে বেশ কিছু ছবি। চলছে কথাবার্তাও। ‘স্ত্রী’র পরিচালক অমর কৌশিকের একটি কমেডি ছবিতে অভিনয় করতে পারেন বরুণ। শোনা যাচ্ছে, সেই ছবির চিত্রনাট্যও তৈরি। ছবিটি প্রযোজনা করতে পারেন দীনেশ ভিজান। অন্য দিকে দীনেশেরই প্রযোজনায় আর একটি ছবিতে দেখা যেতে পারে অভিনেতাকে। পরিচালনা করতে পারেন শ্রীরাম রাঘবন। শ্রীরাম ও বরুণের জুটি এর আগে ‘বদলাপুর’তেও দেখা গিয়েছিল। শোনা যাচ্ছে, শ্রীরাম এবং বরুণ আপাতত ভার্চুয়াল মাধ্যমেই ছবির আলোচনার ব্যস্ত। পাশাপাশি বরুণের হাতে রয়েছে আর সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় একটি ছবিও। সেটি পরিচালনা করতে পারেন ‘কেশরী’খ্যাত পরিচালক অনুরাগ সিংহ।

Advertisement

বরুণের কেরিয়ার গ্রাফ দেখলে এটা স্পষ্ট যে, বিভিন্ন ধরনের ছবিতে অভিনয় করতে পিছপা হন না তিনি। নাতাশা দালালের সঙ্গে বিয়ে কবে হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বরুণের কেরিয়ার যে জমজমাট, তা হলফ করে বলা যায়।

আরও পড়ুন: কার্তিক আরিয়ানের ভিডিয়োয় গার্হস্থ্য হিংসার ইঙ্গিত? উত্তাল বলিউড

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement