চান্দ্রেয়ী ও মৌবনী।
অভিনেতা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের কাছে পরিবারের সকলের সঙ্গে যোগাযোগের একমাত্র অবলম্বন এখন মোবাইল। আবার মোবাইলের সাহায্যেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছেন চান্দ্রেয়ী ঘোষ। এ দিকে মৌবনী সরকারের কাছে লকডাউনে মরচে পড়া সৃজনশীলতায় অক্সিজেন আনতে পারে মোবাইলই। বিশ্বজুড়ে কোভিড-১৯-এর বিরুদ্ধে লডাইয়ে এখন ভরসা শুধু টেলিফোন। নানা ভাবে এটি আমাদের অন্যতম প্রয়োজনীয় বস্তু হয়ে ওঠার ভাবনা নিয়েই পরিচালক অনির্বাণ চক্রবর্তী টলিউডের ১৮ জন শিল্পীকে নিয়ে তৈরি করলেন ‘এখন ভরসা শুধু টেলিফোন’ মিউজ়িক ভিডিয়ো। পরিচালকের কথায়, ‘‘শিল্পীরা মোবাইলে শুটিং করেছেন। গানটিও রেকর্ডিং হয়েছে মোবাইলে।’’ গায়ক ও মিউজ়িক কম্পোজ়ার মৌসুমি চট্টোপাধ্যায়ের সুরে অভিনয় করেছেন চান্দ্রেয়ী ঘোষ, কাঞ্চনা মৈত্র, মৌবনী সরকার, রূপা ভট্টাচার্য, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় প্রমুখ শিল্পীরা।