Coronavirus Lockdown

‘গুলাবো সিতাবো’র ডিজিটাল রিলিজ়ে ‘না’ নয়

কিন্তু এখন যে পরিস্থিতি চলছে, সে সম্পর্কে কারও সামান্যতম ধারণাও ছিল না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২০ ০০:০৭
Share:

‘গুলাবো সিতাবো’

আগামী পাঁচ মাস খুব কঠিন সময় বিনোদন ইন্ডাস্ট্রির পক্ষে। এপ্রিল-মে মাসে যে ছবিগুলির মুক্তি স্থির ছিল, সেগুলি কবে রিলিজ় করবে তা নিয়ে ধন্দে পরিচালক-প্রযোজকেরা। যেমন সুজিত সরকারের ‘গুলাবো সিতাবো’ ছবিটি এপ্রিলের ১৭ তারিখে মুক্তি পাওয়া কথা ছিল। সেই ছবির নতুন কোনও রিলিজ় ডেট এখনও স্থির হয়নি। অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানা অভিনীত এই কমেডি-ড্রামা অনলাইন প্ল্যাটফর্মে রিলিজ় করতে পারে বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে ছবির পরিচালক-প্রযোজক সুজিতকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘একজন পরিচালক হিসেবে সব সময়েই চাইব, আমার ছবি বড় পর্দায় মুক্তি পাক। কিন্তু এখন যে পরিস্থিতি চলছে, সে সম্পর্কে কারও সামান্যতম ধারণাও ছিল না। প্রয়োজন হলে ডিজিটাল রিলিজ় করতে হতে পারে, আমার তাতে আপত্তি নেই। তবে এখনই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। ৩ মে পর্যন্ত লকডাউন, তার পর ভাবা যাবে।’’

Advertisement

সুজিতের আরও একটি ছবি পোস্ট প্রোডাকশনের স্তরে। ভিকি কৌশল অভিনীত ‘উধম সিং’। সুতরাং দু’টি ছবির রিলিজ় নিয়েই ভাবতে হচ্ছে পরিচালককে। দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, ‘এইটিথ্রি’ অনলাইন রিলিজ় করতে পারে। তবে নির্মাতারা সাফ জানিয়ে দিয়েছেন, ছবি থিয়েটারেই মুক্তি পাবে। বরং অক্ষয়কুমার অভিনীত ‘লক্ষ্মী বম্ব’-এর ওটিটি প্রিমিয়ার হওয়ার সম্ভাবনা অনেক বেশি জোরালো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement