Coronavirus

সলমনের সচেতনতামূলক প্রচার

দু’দিনের ছুটি কাটাতে গিয়ে সলমন আটকে গিয়েছেন ওই ফার্ম হাউসে। তবে তাঁরা সব রকম সচেতনতা অবলম্বন করছেন।

Advertisement
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২০ ০০:৩৫
Share:

সলমন

পুলিশের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম ভাইরাল। তবে সলমন খানের মুখেই যখন পুলিশ-প্রশাসনের প্রশংসা, তখন সত্যিই পরিস্থিতি গম্ভীর। করোনা সংক্রমণ রুখতে দেশে যে লকডাউন চলছে, তা অনেকেই সরকারি নিয়ম মেনে পালন করছেন না। তাঁদের উদ্দেশেই মূলত সলমনের ইনস্টাগ্রামে পোস্ট করা আট মিনিটের ভিডিয়ো।

Advertisement

সলমনের মা, দুই বোন ও তাঁদের পরিবার রয়েছেন পানভেল ফার্ম হাউসে। বাবা সেলিম খান রয়েছেন বান্দ্রার বাড়িতে। দু’দিনের ছুটি কাটাতে গিয়ে সলমন আটকে গিয়েছেন ওই ফার্ম হাউসে। তবে তাঁরা সব রকম সচেতনতা অবলম্বন করছেন। রেশন আনতে তাঁদের বাড়ি থেকে যে ব্যক্তি গিয়েছিলেন, তিনি পুলিশের সঙ্গে মাস্ক সরিয়ে কথা বলেন। সে ব্যক্তি আবার নিজেই বাড়ি ফিরে সেই গল্প বলেন। সলমনের বক্তব্য, ‘‘উনি খুবই অনুচিত কাজ করেছেন। কিন্তু আপনারা এমন করবেন না। যাঁদের করোনা পজ়িটিভ, তাঁরা যেমন সুস্থ হওয়ার আশা ছাড়বেন না। তেমনই যাঁরা ভাবছেন, তাঁদের কিছুই হবে না, তাঁরাও সেই চিন্তা ত্যাগ করে সরকার-প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন।’’

পুলিশের কাজের প্রশংসা করে সলমন বলেন, ‘‘অকারণে পুলিশ পেটাচ্ছে না। আপনি ঠিক ভাবে চলুন, তা হলে পুলিশও পেটাবে না। আপনাদের অসতর্কতার জন্য যেন মিলিটারির সাহায্য না নিতে হয়, সে দিকেও আপনাদের বিশেষ নজর দিতে হবে।’’

Advertisement

আরও পড়ুন: লকডাউনে ‘হিং’ ফোড়ন, বাড়ি বসেই শর্টফিল্ম অপরাজিতা-মানালির

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement