ভাস্বর-সুদীপ-মনোজ
ছোট পর্দার ধারাবাহিকের মুখ্য চরিত্রের সঙ্গে সাধারণত প্রোডাকশন হাউস নয়তো চ্যানেলের মৌখিক বা লিখিত চুক্তি থাকে। ওই চুক্তিপত্রে প্রস্তাবিত টাকা না দেওয়ার অনেক কারণের মধ্যে একটি হল, সামাজিক বিপর্যয় বা প্রাকৃতিক দু্র্যোগ। এই শর্তের ফাঁদেই পড়েছেন ছোট পর্দার অনেক অভিনেতা। করোনাভাইরাসের কারণে প্রায় গত এক মাস ধরে স্টুডিয়ো পাড়া বন্ধ। এই কারণটি দেখিয়েই বেশ কয়েকটি প্রোডাকশন হাউস শিল্পীদের প্রাপ্য টাকা দেয়নি, বলে অভিযোগ উঠেছে। এতে স্বাভাবিক ভাবেই বিপাকে অভিনেতারা।
‘শ্রীময়ী’ ধারাবাহিকে অনিন্দ্য সেনগুপ্তের চরিত্রে অভিনয় করছেন সুদীপ মুখোপাধ্যায়। তিনি ধারাবাহিকের প্রোডাকশন হাউস ম্যাজিক মোমেন্টসের সঙ্গে মৌখিক চুক্তিতে রয়েছেন। যেখানে তাঁকে বলা হয়েছিল, মাসে যে ক’দিনই কাজ করুন, মাসিক হিসেবেই টাকা পাবেন। সেই হিসেবে মার্চ মাসের পুরো টাকা সুদীপের পাওয়ার কথা। তিনি জানাচ্ছেন, যে ক’দিন কাজ করেছেন, সেই হিসেবে টাকা দিয়েছে প্রোডাকশন। ‘‘মার্চে আমার পাঁচ দিন শুটিং ছিল। আমি ওই ক’দিনের টাকাই পেয়েছি। আসলে এই অবস্থায় আমি প্রোডাকশন হাউসকে চাপ দিতে পারিনি প্রাপ্য টাকা দেওয়ায়। তবে কোনও রকম সমস্যায় পড়লে তাঁরা পাশে থাকবেন বলে মৌখিক আশ্বাস পেয়েছি,’’ বলছিলেন সুদীপ। অন্য দিকে ম্যাজিক মোমেন্টসের পক্ষ থেকে লীনা গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, ‘‘যে ক’দিন শুটিং করেছে সেই হিসেবেই এখন টাকা দেওয়া হয়েছে। কাজ বন্ধ থাকায় অভিনেতারা যেমন বিপাকে, তেমন প্রযোজকেরাই সমস্যায়। আমাদেরও টাকা নানা জায়গায় আটকে। সকলকে মানিয়ে নিয়েই চলতে হবে।’’
সমস্যায় পড়েছেন ছোট পর্দার পরিচিত মুখ মনোজ ওঝা। তিনি ‘কাদম্বিনী’ ধারাবাহিকের জন্য জ়ি বাংলার সঙ্গে চুক্তিবদ্ধ। এই ধারাবাহিকের প্রযোজক সংস্থা চ্যানেল নিজেই। সিরিয়ালটি শুরুর কথা ছিল মার্চ মাসেই। কিন্তু লকডাউনের জেরে মাত্র তিন দিন শুটিংয়ের পরেই তা বন্ধ হয়ে যায়। মনোজ চ্যানেলের কাছ থেকে মার্চ মাসের পুরো টাকা পাননি। প্রাপ্যা টাকা দেওয়া সম্ভব নয় বলে চ্যানেলের পক্ষ থেকে জানানো হয় তাঁকে। মনোজের কথায়, ‘‘আমার উপরে পুরো সংসার নির্ভর করে। টাকা না পেলে বাড়ির লোন, সংসার খরচ, কাজের লোকের মাইনে দেব কী করে? চুক্তিবদ্ধ হওয়ায় অন্য কাজ নিইনি। চ্যানেলকে বলেছিলাম, ১০-২০ শতাংশ টাকা কেটে বাকিটা দিলেও চালিয়ে নিতে পারব।’’ চ্যানেলের কাছ থেকে ইতিবাচক সাড়া পাননি মনোজ। তিনি আর্টিস্ট ফোরামের দ্বারস্থ হন। ‘জয় বাবা লোকনাথ’ ধারাবাহিকের প্রধান অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ও পেমেন্ট পাননি। প্রযোজকের আর্থিক সমস্যার কথা ভেবে তিনি এখনই কোনও অভিযোগ করছেন না।
এই ধরনের অভিযোগ নাকি ফোরামে নিয়মিত জমা পড়ছে। তবে আর্টিস্ট ফোরামের কার্যনির্বাহী সভাপতি শঙ্কর চক্রবর্তী বললেন, ‘‘অভিনেতা প্রোডাকশন হাউস বা চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ হলে তার দায় ফোরামের নয়। এটা পারস্পরিক বোঝাপড়ায় মিটিয়ে নিতে হবে।’’
উল্টো দিকে স্নেহাশিস চক্রবর্তীর প্রোডাকশনের সঙ্গে চুক্তিবদ্ধ শ্বেতা ভট্টাচার্য। ‘কনক কাঁকন’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। বললেন, ‘‘মার্চ মাসের পুরো টাকাই পেয়ে গিয়েছি।’’
আরও পড়ুন: রেশমির সামনে কেন মোমবাতি ধরে কৌশিক? কী করছেন ঋদ্ধি?