প্রতীকী ছবি। ফেসবুকের সৌজন্যে।
গত ১ মার্চ জুহি চাওলা সপরিবার বেড়াতে গিয়েছিলেন অস্ট্রিয়ায়। কিন্তু পৌঁছেই শুনেছিলেন লকডাউনের খবর। সে সময়ে ভারতে করোনার ত্রাস তৈরি না হলেও ইউরোপ করোনার ত্রাসে তখন সন্ত্রস্ত। মুম্বইয়ে এক সংবাদ সংস্থাকে জুহি চাওলা জানিয়েছেন, ‘‘ওই মুহূর্তে আমরা সব কিছু ক্যানসেল করে লন্ডনে আমাদের বাড়িতে ফিরে যাওয়ার প্ল্যান করি, সেইমতো লন্ডনে আসি। ওমা! সেখানেও এক অবস্থা। বুঝেছিলাম, লন্ডনে থাকলে আর দেশে ফিরতে পারব না। তাই ভারতীয় হাইকমিশনের সঙ্গে কথা বলে দ্রুত দেশে ফিরি।’’
দেশে ফেরার পর থেকেই পুরো পরিবার হোম কোয়রান্টিনে। এত দিনে মুখ খুললেন জুহি। গৃহবন্দি হয়ে নানা ঘরোয়া টিপস দিচ্ছেন এখন তিনি। যেমন এই সময় চুল ভাল করার জন্য মেথি ব্যবহার করছেন জুহি। সকলকে সেই পরামর্শই দিচ্ছেন। নেটাগরিকদের কেউ কেউ লিখছেন, জুহির পরামর্শ থেকে তাঁরা উপকৃত হচ্ছেন।
আরও পড়ুন: তৈরি হচ্ছে লকডাউনের গান, একসঙ্গে এই প্রথম অনুপম, শ্রীজাত, অনিন্দ্য, চন্দ্রিল
আরও পড়ুন: বেলঘরিয়ার করোনা আক্রান্তের মৃত্যু, অত্যন্ত সঙ্কটে নয়াবাদের বাসিন্দা