Farah Khan

লকডাউনে সবার মধ্যে খালি ‘আমায় দেখ’, ক্ষোভ উগরে দিলেন ফারা

গ্লোবাল পার্টি চলছে না, এটি গ্লোবাল প্যান্ডেমিক, বললেন ফারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২০ ১৫:০১
Share:

ফারা খান।

বেজায় চটলেন ফারা খান। বিশ্বজুড়ে এই চরম সংকটে বলি সেলেবরা বাড়ি বসে কী করে ওয়ার্কআউট ভিডিয়ো, রান্নার ভিডিয়ো শেয়ার করতে পারেন? প্রশ্ন তুলেছেন তিনি।

Advertisement

টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করে ফারা বলেন, “ব্যালকনিতে দাঁড়িয়ে প্রতি দিন এক ঘণ্টা করে হাঁটি আমি। আপনারাও ওয়ার্ক আউট করুন। কিন্তু ঘটনার গুরুত্ব কি আপনারা বুঝতে পারছেন না? গ্লোবাল পার্টি চলছে না, এটি গ্লোবাল প্যান্ডেমিক।”

“এমনিতেই আমাদের ইন্ডাস্ট্রির খুব একটা সুনাম নেই। অনেকে অনেক কন্ট্রিবিউশন করলেও লোকে বলে গভীর চিন্তা ভাবনার অভাব রয়েছে আমাদের। সেখানে দাঁড়িয়ে এই সব ক্রিয়াকলাপ সেই সব ভাবনার উপরেই শিলমোহর ছাপিয়ে দেওয়া। সবার মধ্যেই খালি ‘আমায় দেখ। আমায় দেখ’ ব্যাপার”, ক্ষোভ উগরে দিলেন ফারা।

Advertisement

আরও পড়ুন- করোনা আতঙ্কের মাঝেই বয়ফ্রেন্ডের সঙ্গে সুইৎজারল্যান্ডে মোনালি কী করছেন?

কী বললেন ফারা? শুনে নিন

তাঁর ১২ বছরের দুই মেয়ে পথকুকুরদের খাওয়ার ব্যবস্থা করেছে। ছেলে গান লিখে দুশ্চিন্তা মুক্ত হওয়ার চেষ্টা করছে।

আরও পড়ুন- লকডাউনের রান্নাবান্না: গন্ধরাজ ঢ্যাঁড়শ মাছ, গাজরের কেকের অভিনব রেসিপি শেয়ার করলেন ‘জবা’

“বিলাসিতা করার সময় নয় এখন , বার্তা ফারার। এই আকালের দিনে ক্যাটরিনা থেকে দীপিকা-রণবীর যখন একের পর এক বাসন মাজা, রান্না করার ভিডিয়ো শেয়ার করছেন, তখন স্রোতের বিপরীতে গিয়ে সারার এই বার্তায় প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement