‘শ্রীময়ী’ ধারাবাহিকের একটি দৃশ্য।
করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় বন্ধ হয়ে গিয়েছে টালিগঞ্জের সমস্ত শুটিং। আর এই শুটিং বন্ধের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করা জুনিয়র টেকনিশিয়ানরা।এ বার তাঁদের আর্থিক সংস্থানের কথা মাথায় রেখেই উদ্যোগী হল সিনে ফেডারেশন। জুনিয়র টেকনিশিয়ানদের সাহায্যের জন্য ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া একটি তহবিল তৈরি করেছে।
পরিচালক অরিন্দম শীল শনিবার বলেন, “গতকাল রাতেই পরিচালক গৌতম ঘোষ এই তহবিলে ১০ হাজার টাকা দিয়েছেন। ইন্ডাস্ট্রির সদস্য হিসেবে সকলকেই এই ফান্ডে সাহায্য করার অনুরোধ জানানো হয়েছে হোয়াটসঅ্যাপে।স্বরূপ বিশ্বাসের সঙ্গেওআমারকথা হয়েছে। আমরা খুব ভাল সাড়া পাচ্ছি।”
ফেডারেশনের ব্যাঙ্ক আকাউন্ট-এর ডিটেলস দেওয়া থাকছে এই হোয়াটসঅ্যা্পটেক্সটে, যাতে কেউ চাইলে সহজে টাকা দিতে পারেন।মঙ্গলবার নন্দনে পূর্তমন্ত্রী এবং ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি অরূপ বিশ্বাস সমগ্র টলি পরিবারের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছিলেন, ১৮মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে টলিপাড়ার সমস্ত শুটিং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ৩০ তারিখের পর সিনেমা জগতের সবাইকে নিয়ে ‘রিভিউ মিটিং’-এ বসা হবে। সেখানেই স্থির হবে কবে থেকে আবার টলিপাড়ায় কাজ শুরু হবে।