Coronavirus

রাজা সবারে দেন...

শুধু দুঃস্থদের সাহায্য করাই তাঁর উদ্দেশ্য নয়। পাশাপাশি করোনা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি করতে এবং অনেক মানুষকে সেই উদ্যোগে জুড়ে নিতে এগিয়ে এলেন কিং খান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২০ ০১:২৮
Share:

কিং খান

তাঁর এই পোস্টের জন্যই অপেক্ষা করছিলেন অনুরাগীরা। ‘রাত কে বাদ নয়ে দিন কী সহর আয়েগি, দিন নহি বদলেগা, তারিখ বদল জায়েগি...’ কোটটা কিং খানের। কোভিড-১৯-এর মোকাবিলায় এগিয়ে এলেন শাহরুখ খানও। তবে শুধু দুঃস্থদের সাহায্য করাই তাঁর উদ্দেশ্য নয়। পাশাপাশি করোনা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি করতে এবং অনেক মানুষকে সেই উদ্যোগে জুড়ে নিতে এগিয়ে এলেন কিং খান। কোনও একটি ফান্ডে নয়, সাতটি ফান্ডে তিনি দান করেছেন। তাদের মধ্যে রয়েছে পিএম কেয়ারস ফান্ড, মহারাষ্ট্র চিফ মিনিস্টার’স রিলিফ ফান্ড, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট ফর হেল্থকেয়ার প্রোভাইডারস, এক সাথ-দি আর্থ ফাউন্ডেশন, রোটি ফাউন্ডেশন, ওয়র্কিং পিপল’স চার্টার, সাপোর্ট ফর অ্যাসিড অ্যাটাক সারভাইভার ফান্ড। এরই সঙ্গে তিনি দেশবাসীকে আবেদন জানিয়েছেন, কিছু দিন একে অপরের কাছ থেকে একটু দূরে থাকার জন্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement