Shah Rukh Khan

শাহরুখ ও গৌরী খানের অফিসেই আইসিইউ

স্ত্রী গৌরী খান নিজেই শাহরুখের অফিসের ইন্টিরিয়র বদলে তাকে কোয়রান্টিন সেন্টারের রূপ দেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২০ ০০:০১
Share:

শাহরুখ খান

অতিমারির মোকাবিলায় শাহরুখ খান অনেক দিন আগেই বৃহন্মুম্বই পুরসভার হাতে তুলে দিয়েছিলেন তাঁর খারের অফিস। এত দিন তা ব্যবহার করা হচ্ছিল কোয়রান্টিন সেন্টার হিসেবে। স্ত্রী গৌরী খান নিজেই অফিসের ইন্টিরিয়র বদলে তাকে কোয়রান্টিন সেন্টারের রূপ দেন। এ বার সেই অফিসেই আপৎকালীন সুবিধে দেওয়ার জন্য ১৫টি আইসিইউ বেডের ব্যবস্থা করা হল। বেডের সঙ্গেই থাকবে অক্সিজেন সিলিন্ডার ও ভেন্টিলেটরের সুবিধে। এখানে ভর্তি কোয়রান্টিনের রোগীদের শিফট করা হয়েছে অন্য আইসোলেশন সেন্টারে। এর আগে এই কোয়রান্টিন সেন্টারে ভর্তি ৬৬ জন রোগীর মধ্যে প্রায় ৫৪জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

Advertisement

সম্প্রতি শাহরুখ অভিনীত ‘চক দে ইন্ডিয়া’র মুক্তির ১৩ বছর পূর্ণ হল। ছবির চিত্রনাট্যকার জয়দীপ সাহানি বললেন, ‘‘আমি এমনই একটা ছবি করতে চেয়েছিলাম যা ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে বাকি দেশের যোগসূত্র তৈরি করতে পারে।’’ তবে অভিনেতার নতুন ছবির খবর নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement