অমিতাভের সঙ্গে মৌমিতা সাহা রায় (মাঝে)। নিজস্ব চিত্র
২০১১ সালে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে সুযোগ পেয়েছিলেন কোচবিহারের মৌমিতা সাহা রায়। তখন অমিতাভ বচ্চনের হাতে কোচবিহারের রাজাদের কুলদেবতা মদনমোহন দেবের বিগ্রহের ছবি তুলে দিয়েছিলেন। কোচবিহারবাসীর সেই প্রাণের ঠাকুর মদনমোহন দেবের কাছেই মনেপ্রাণে বিগ বি-সহ তাঁর পরিবারের সদস্যদের করোনা মুক্ত হতে প্রার্থনা করছেন মৌমিতা। কোচবিহার শহরের কাছে খাগরাবাড়ি এলাকায় তাঁর বাবার বাড়ি। শ্বশুরবাড়ি টাকাগছে। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের সুবাদেই অমিতাভ বচ্চনের সান্নিধ্য লাভ করেন তিনি। তাই বিগ বি করোনা পজিটিভ হওয়ায় মনখারাপ তাঁর।
মৌমিতার স্বামী বাবন রায় কর্মসূত্রে শিলিগুড়িতে থাকেন। মেয়ে স্নেহাদৃতাকে নিয়ে মৌমিতাও তাই শিলিগুড়িতে রয়েছেন। করোনা আবহ কিছুটা স্বাভাবিক হলে, কোচবিহারে ফিরে মদনমোহন দেবের মন্দিরে বিগ বি-র মঙ্গল কামনায় পুজো দেবেন বলে ভেবে রেখেছেন। মোবাইলে মৌমিতা বললেন, “কোচবিহারের মানুষ হিসেবে আমার কাছে মদনমোহনই সব। বাড়ি ফিরলেই মন্দিরে গিয়ে অমিতজি-সহ তাঁর পরিবারের মঙ্গল কামনায় পুজো দেব। আপাতত মদনমোহনের ছবির সামনে তাঁদের দ্রুত সুস্থতার প্রার্থনা করছি। বিগ বি প্রবীণ বলেই একটু বেশি চিন্তা হচ্ছে।”
মৌমিতার স্বামী বাবন রায় বললেন, “কোচবিহারে গেলে স্ত্রীর সঙ্গে আমিও মদনমোহন মন্দিরে অমিতজি এবং তাঁর পরিবারের জন্য পুজো দেব।” ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বললেন, ”অমিতাভ বচ্চনকে সামনাসামনি দেখার অনুভূতি কি কখনও ভোলা যায়? শুটিংয়ের মাঝে হঠাৎ হঠাৎ দর্শকাসনে ঢুকে পড়তেন অমিতজি। তবে, টিভিতে ওঁর অনুরোধের পরই শ্বশুরবাড়ির সঙ্গে আমাদের যোগাযোগ স্বাভাবিক হয়েছিল।”
আরও পড়ুন: রণবীর এবং নিতু কপূরও কি করোনায় আক্রান্ত?
আরও পড়ুন: বচ্চন পরিবারের ‘হাই রিস্ক কনট্যাক্ট’-এ থাকা ২৬ জন ব্যক্তির করোনা রিপোর্ট প্রকাশ্যে
পরিবার সূত্রে জানা গিয়েছে, নিজে পচ্ছন্দ করে মৌমিতা জীবনসঙ্গী হিসেবে বেছে নেন বাবনকে। তাই মেয়ের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন মৌমিতার বাবা রণজিৎ সাহা এবং মা তপতী সাহা। অনুষ্ঠান চলাকালীন মৌমিতার বিয়ে নিয়ে তাঁর বাবা-মা যে অসন্তুষ্ট, সে কথা শোনেন অমিতাভ। পরে টিভি শো’য়ে তিনি, মৌমিতার মা-বাবাকে সে সব ভুলে নতুন করে সব শুরু করতে অনুরোধ করেছিলেন। তাতে কাজও হয়। মৌমিতা বলেন, “পর্দায় অমিতজির অনুরোধের পর আমাদের পারিবারিক যোগাযোগও বাড়ে।”
ওই অনুষ্ঠানের ফাঁকে মদনমোহনের ছবি মৌমিতা উপহার দেন অমিতজিকে। শুটিংয়ের অবসরে যা একান্তে খানিকটা সময় ধরে দেখেওছেন বিগ-বি। কোচবিহার রাজবাড়ির ছবিও দিয়েছিলেন তিনি। মৌমিতা বলেন, “ অমিতজি সে সময় বলেছিলেন সব ঠিক হয়ে যাবে। হলও তাই। বাবা-মা সঙ্গে দূরত্বটাও কমে গেল। মদনমোহনের কাছে মণেপ্রাণে চাই, ওঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।”
মৌমিতার মা তপতী সাহা বলেন, “ওঁর কথাতেই মেয়ের উপর রাগ কমে। বেশ মনে আছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি।” বাবনের বাবা বাবলু রায় বলেন, “অমিতাভজির অনুষ্ঠানের পর আমাদের দুই বাড়ির সম্পর্ক আরও ভাল হয়েছে।”