Kanika Kapoor

পার্টি করেছেন, নির্দেশিকা মানেননি, কণিকার বিরুদ্ধে এফআইআর

লখনউ পুলিশ কমিশনার সুরজিৎ পাণ্ডে সংবাদমাধ্যমকে বলেন, “ভারতীয় দণ্ডবিধির ২৬৯, ২৭০ এবং ১৮৮ ধারা অনুযায়ী, সংক্রামক ব্যধি ছড়ানো এবং আপৎকালিন পরিস্থিতিতে সরকারি নির্দেশ অমান্য করার জন্য ওই গায়িকার বিরুদ্ধে এফআইআর দাখিল করা হয়েছে। আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি।”

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২১ মার্চ ২০২০ ১২:৩৬
Share:

কণিকা কপূর। ছবি-ইনস্টাগ্রাম।

করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার লখনউ-এর কিং জর্জ মেডিকাল হাসপাতালে ভর্তি হয়েছেন গায়িকা কণিকা কপূর। শনিবার সরোজিনী নগর পুলিশ স্টেশনে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করল লখনউ পুলিশ।

Advertisement

এ দিন লখনউ পুলিশ কমিশনার সুরজিৎ পাণ্ডে সংবাদমাধ্যমকে বলেন, “ভারতীয় দণ্ডবিধির ২৬৯, ২৭০ এবং ১৮৮ ধারা অনুযায়ী, সংক্রামক ব্যধি ছড়ানো এবং আপৎকালিন পরিস্থিতিতে সরকারি নির্দেশ অমান্য করার জন্য ওই গায়িকার বিরুদ্ধে এফআইআর দাখিল করা হয়েছে। আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি।”

গত ১৫মার্চ লন্ডন থেকে দেশ ফেরেন কণিকা। কিন্তু নিজেকে ১৪ দিন হোম কোয়রান্টিন করে রাখার পরিবর্তে বেশ কয়েকটি পার্টিতে গিয়েছিলেন তিনি। সেই পার্টিতে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া এবং তাঁর পুত্র সাংসদ দুষ্মন্ত সিংহ-ও। বসুন্ধরা-দুষ্মন্ত ছাড়াও ওই পার্টিতে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ এবং রাজস্থানের আরও ৯৬ জন সাংসদ। এঁদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, প্রাক্তন সেনা প্রধান ভি কে সিংহ, গজেন্দ্র শেখাওয়াত, অর্জুন রাম মেঘাওয়াল, কৈলাস চৌধুরি, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, রাজ্যবর্ধন সিংহ রাঠৌর, হেমা মালিনী, রীতা বহুগুণা, সাক্ষী মহারাজ প্রমুখ।

Advertisement

আরও পড়ুন- করোনায় আক্রান্ত ‘বেবি ডল’ গায়িকা কণিকা কপূর, লন্ডন থেকে ফিরে পার্টিও করেছেন

কণিকা করোনা আক্রান্ত জেনে শুক্রবারই হোম কোয়রান্টিনের গিয়েছেন বসুন্ধরা-দুষ্মন্ত। কংগ্রেস নেতা জিতিন প্রসাদ এবং উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী জয়প্রতাপ সিংহ-ও ওই পার্টিতে উপস্থিত থাকায় আপাতত কোয়রান্টিন থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এ দিকে পার্টির পরে দুষ্মন্ত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বৈঠক করায়, রাষ্ট্রপতিও করোনা পরীক্ষা করাবেন বলে জানা গিয়েছে।

তবে লন্ডন ভ্রমণের কথা লুকিয়ে যে ভাবে কণিকা পার্টিতে যোগ দিয়ে ঘুরে বেড়িয়েছেন, তাতে তাঁর সমালোচনায় সরব হয়েছেন অনেকেই। যদিও শুক্রবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে কনিকা জানিয়েছেন, তিনি ভাল আছেন। অল্প জ্বর রয়েছে। তবে দুশ্চিন্তার কোনও কারণ নেই।

আরও পড়ুন- ‘নারকীয় ঘটনার বিচার পেতে এত সময় লাগল কেন’? উত্তর খুঁজছে বলিউড

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement