নাসির ও অনুপম
দু’জনে প্রায় সমসাময়িক শিল্পী। তবে রাজনৈতিক মতাদর্শ তাঁদের মধ্যে দূরত্ব তৈরি করেছে। এই প্রথম বার নয়। এর আগেও কাশ্মীরিদের অধিকারের লড়াই প্রসঙ্গে অনুপম খেরকে কটাক্ষ করে কড়া মন্তব্য করেছিলেন নাসিরুদ্দিন শাহ।
দেশ জুড়ে এখন চলছে নাগরিকপঞ্জি এবং সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদ। বিজেপি-ঘনিষ্ঠ অনুপম স্বভাবতই সিএএ-র পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপমের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে নাসিরুদ্দিন বলেন, ‘‘ওকে সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। ও একটা জোকার। ওর এফটিআইআই বা এনএসডির সহপাঠীদের জিজ্ঞেস করলেই জানা যাবে, তোষামোদ করা ওর কাছে নতুন নয়। এটা ওর রক্তেই রয়েছে।’’ এতে অবশ্য দমে যাননি অনুপম। টুইটে একটি ভিডিয়ো পোস্ট করে অনুপমের জবাব, ‘‘নাসির সাব, আপনাকে ভাল-মন্দ আমি কখনও বলিনি। তবে আপনি আমার অনেক প্রশংসা করেছেন। দিলীপকুমার, অমিতাভ বচ্চন, রাজেশ খন্না, শাহরুখ খান, বিরাট কোহালির মতো ব্যক্তিত্বদের নিয়ে আপনি তির্যক মন্তব্য করেছেন। তাঁরা কেউ আপনার কথাকে সিরিয়াসলি নেননি। আমিও নিচ্ছি না। আসলে দীর্ঘ দিন ধরে আপনি যে ধরনের নেশা করেন, তাতে ঠিক-ভুল বোঝার ক্ষমতা হারিয়েছেন। আর আমার রক্তে কী আছে, জানেন তো? হিন্দুস্তান। ধন্যবাদ।’’