ranbirkapoor

Ranbir Alia: বিয়ে হতে না হতেই সন্তানের কথা! এ বার 'রনলিয়া'কে অভিনন্দন কন্ডোম প্রস্তুতকারী সংস্থার

রণবীর ও আলিয়ার তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেওয়া উচিত। কিন্তু দু’জনেই ব্যস্ত হয়ে পড়বেন নতুন ছবির শ্যুটিংয়ের কাজে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২২ ১৮:১৭
Share:

নতুন অতিথির আগমন কবে ঘটবে, সে বিষয়ে সকলেই ধোঁয়াশাতেই রয়েছেন। ছবি: সংগৃহীত

রণবীর কপূর এবং আলিয়া ভট্টের বিয়ে নিয়ে এখনও মেতে আছেন ভক্তরা। ‘রনলিয়া’ এতটাই সন্তর্পণে বিয়ের সব অনুষ্ঠান সেরেছেন যে, কোনও খবরই পৌঁছয়নি পাপারাৎজিদের কাছে। নেটাগরিক থেকে চিত্রতারকা, সকলেই প্রাণ ভরে অভিনন্দন জানিয়েছেন তাঁদের। এক দিকে যেমন অভিনেতা সঞ্জয় দত্ত দু’জনের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেছেন, তাঁরা দু’জন যেন সব সময় এক সঙ্গে জুড়ে থাকেন। সেই সঙ্গে তিনি বলেন, রণবীর ও আলিয়ার তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেওয়া উচিত।

অন্য দিকে আবার এক নামী কন্ডোম প্রস্তুতকারী সংস্থাও নতুন জুটিকে অভিনন্দন জানাতে ভোলেনি। রণবীর ও আলিয়া অভিনীত নানা সিনেমার নাম ও গানের লাইন নিয়ে মজা করেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে তারা। বিয়ের সব অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরই নবদম্পতি ব্যস্ত হয়ে পড়বেন নতুন ছবির শ্যুটিংয়ের কাজে। তবে রণবীর ও আলিয়া সব কিছুই এত গোপনে সারছেন যে, নতুন অতিথির আগমন কবে ঘটবে, সে বিষয়ে সকলেই ধোঁয়াশাতেই রয়েছেন।

Advertisement

‘রনলিয়া’-র আগামী পথ সুন্দর হোক, আপাতত এই কামনাই করছেন সকলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement