Madhabi Mukherjee

Madhabi Mukherjee: রিপোর্ট সন্তোষজনক কিন্তু ছুটি দেওয়া হবে কি মাধবীকে?

তেমন কোনও জটিলতা নয়, বয়সজনিত কারণেই রোগ-ব্যাধির শিকার 'চারুলতা'।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মে ২০২২ ১১:৪৪
Share:

শারীরিক অবস্থার উন্নতি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের

চার দিনের মাথায় শারীরিক অবস্থার উন্নতি হল অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের। নিজেও সুস্থ বোধ করছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, কেবল মাত্র বয়সজনিত কারণেই কিছু সমস্যা রয়েছে তাঁর। আরও কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পরই তাঁকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবারই বিশেষজ্ঞ চিকিৎসকদের নির্দেশ মতো মাধবীর ক্ষুদ্রান্ত্রে এন্ডোস্কোপি করা হয়। খতিয়ে দেখা হয় কোথাও কোনও জটিলতা রয়েছে কিনা। তবে আশার কথা এই যে, পরীক্ষার ফলাফলে আশঙ্কার কিছু নেই। এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।

Advertisement

তবে 'চারুলতা'র বয়স এখন আশির কোঠায়। দীর্ঘদিনের রক্তাল্পতা তাঁর সঙ্গী। তাছাড়াও রক্তে শর্করার পরিমাণ বেশি থাকায় তাঁকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে দ্রুত শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সব রিপোর্ট সন্তোষজনক। সে ক্ষেত্রে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি নিতে পারে বর্ষীয়ান অভিনেত্রীর।

শুক্রবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতির কারণে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে। ৪ দিনের মাথায় তাঁর অবস্থা এখন স্থিতিশীল। যদিও শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন ক্রিটিক্যাল কেয়ারের চিকিৎসকরাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement