অনুষ্কা শর্মা প্রযোজিত ওয়েব সিরিজ় ‘পাতাল লোক’-এ নেপালিদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় ও তাঁদের সম্পর্কে তথ্য বিকৃত করার অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়ে ওই ওয়েব সিরিজ়ের বিরুদ্ধে অনলাইন পিটিশন শুরু করল ভারতীয় গোর্খা যুবক পরিষদ। যুব পরিষদের পাশাপাশি অন্য নেপালি সংগঠন, অরুণাচল প্রদেশ ও সিকিমের নেপালি সংগঠন এবং সিকিমের প্রদেশ কংগ্রেস প্রধান ভরত বসনেতও ওই ওয়েব সিরিজ়ের বিরুদ্ধে তোপ দাগেন। দিল্লি-মধ্যপ্রদেশের অপরাধ জগৎ ও পুলিশকে কেন্দ্র করে তৈরি ওই সিরিজ়ে মেরি লিংডো নামের এক রূপান্তরকামী চরিত্রকে বারবার নেপালি বলে সম্বোধন করা হয়েছে। অথচ লিংডো মেঘালয়ের খাসি জনজাতির পদবি। এ ছাড়া, বারবার নেপালি মহিলাদের বেশ্যাবৃত্তির সঙ্গে জড়িয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। তাদের বলা হয়েছে ‘চিনা’। পরিষদের সভাপতি তথা অসমের গোর্খা নেতা নন্দ কিরাতি দেওয়ান বলেন, ‘‘উত্তর-পূর্বের মানুষ তথা মঙ্গোলীয় ধাঁচের চেহারার মানুষদের সারা দেশে হেনস্থা, জাতিবিদ্বেষের মুখে পড়তে হয়। করোনার সময় আরও বেশি করে ঘটনাগুলি সামনে আসছে। এই পরিস্থিতিতে শিল্পের স্বাধীনতা, চিত্রনাট্যে স্বাধীনতার দোহাই দিয়ে নেপালি ও উত্তর-পূর্বের মানুষ সম্পর্কে আরও বেশি করে ভুল ধারণা মানুষের মনে ঢুকিয়ে দেওয়া অত্যন্ত অন্যায়।’’
এই একই কারণে সিরিজ়ের প্রযোজক অনুষ্কা শর্মাকে নোটিস পাঠিয়েছেন জনৈক আইনজীবী।